X

২৬ তম ডিএসএসসি (স্পেশাল পারপাস) এএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ নভেম্বর ২০২০, রবিবার 

বাংলাদেশ সেনাবাহিনীতে ২৬ তম ডিএসএসসি (স্পেশাল পারপাস) এএমসি- তে সরাসরি জনবল নিয়োগ দেয়া হবে। এই পদটিতে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মধ্যেমে আবেদন করতে পারবেন।

আবেদনকারীর শিক্ষাগত যােগ্যতা:

এফসিপিএস বা এফআরসিএস বা এমএস বা এমডি ডিগ্রী অথবা সমমান, যা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত হতে হবে।

শারীরিক যােগ্যতাঃ

পুরুষ প্রার্থীরা জন্য:
উচ্চতা: ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
ওজন: ৫৯ কিলোগ্রাম (১৩০ পাউন্ড)
বুক: স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি

মহিলা প্রার্থীরা জন্য:
উচ্চতা: ১.৫২ মিটার (৫ ফুট)
ওজন: ৪৯ কিলােগ্রাম (১০৯ পাউন্ড)
বুক: স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি

নাগরিকত্বঃ জন্মসূত্রে বাংলাদেশি

বৈবাহিক অবস্থাঃ বিবাহিত বা অবিবাহিত

২৬ তম ডিএসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি

বয়স সীমাঃ
০৭ জানুয়ারি ২০২১ তারিখে অনূর্ধ্ব ৪০ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)

ক্যাটাগরিঃ নিন্মবর্ণিত ক্যাটাগরিসমূহে বিশেষজ্ঞ চিকিৎসকগণ আবেদন করতে পারবেন:

i. ইন্টারনাল মেডিসিন
ii. কার্ডিওলজিস্ট
iii. পালমোনোলজিস্ট
iv. নিউরোলজিস্ট
v. ইনটেনসিভিস্ট
vi. অর্থোপেডিক সার্জন
vii. সার্জিক্যাল অনকোলজিস্ট
viii. এন্ডোক্রাইনোলজিস্ট
ix. নেফ্রোলজিস্ট
x. গ্যাস্ট্রোয়েন্টারোলজিস্ট
xi. নিউরো সার্জন
xii. ইউরোলজিস্ট
xiii. কার্ডিওথোরাসিস সার্জন।

আবেদনের নিয়ম:

http://www.joinbangladesharmy.army.mil.bd

উপরিউক্ত ওয়েব সাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে ২৬ তম 26th DSSC (Special Purpose) AMC-তে Apply করতে হবে।

আবেদন ফি : টি-ক্যাশ, ভিসা বা মাস্টার কার্ড, বিকাশ ও রকেটের মাধ্যমে ১,০০০ টাকা পাঠাতে হবে।

আবেদন শুরু তারিখ:
১৩ নভেম্বর ২০২০

আবেদন শেষ তারিখ:
১২ ডিসেম্বর ২০২০

মৌখিক পরীক্ষা: ২১ ডিসেম্বর ২০২০
স্থান: ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাস

 

 

Silvia Mim:
Related Post