X

কোভিড-১৯ || গত ২৪ ঘন্টায় শনাক্ত ১৮৩৭ জন, মৃত্যু ২১ জনের

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ নভেম্বর ২০২০, রবিবার 

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত সংখ্যা ও মৃত্যু বেড়েছে। নতুন করে ১ হাজার ৮৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৩ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত প্রেস রিলিজ থেকে এসব তথ্য জানা যায়। গত ২৪ ঘণ্টায় দেশের ১১৬ টি পরীক্ষাগারে ১৪ হাজার ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩.০৭ শতাংশ।

ছবি: গত ২৪ ঘন্টার করোনা সংক্রমণ পরিস্থিতি

দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৩২ হাজার ৩৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বমোট ৬ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৫৪২ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া লোকজনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৪ জন মহিলা। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১.৪৩ শতাংশ। করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও বাইরে বের হলে মাস্ক পরিধান করার নির্দেশনা দিয়েছে সরকার।

Firdaus Alam:
Related Post