X

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল, এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ ২০১৮

সারা বিশ্ব জুড়ে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। এন্টিবায়োটিক প্রতিবোধী জীবানুর উদ্ভব শুধূমাত্র ব্যাক্তির জন্য প্রানঘাতি হওয়ার পাশাপাশি সমাজের সবার জন্যই ঝুঁকির সৃষ্টি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এন্টিবায়োটিকের ব্যবহার যথাযথ নিশ্চিতকরনের উদ্দেশ্যে বিশ্বব্যাপী জনসচেতনতা বৃদ্ধি এবং এন্টিবায়োটিক সংক্রান্ত নীতি ও নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী এন্টিবায়োটিক রেজিজস্ট্যান্স এর ভবিষ্যত ভয়াবহতা নিরুপন করে, ২০১৬ সাল থেকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতৃক এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালনের উদ্যোগ গ্রহনের পর থেকেই, চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন, “প্ল্যাটফর্ম”, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায়, এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায়, গত ১৫ই ডিসেম্বর, শনিবার বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ ২০১৮ পালিত হলো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। এবারের প্রতিপাদ্য ‘অযথা এন্টিবায়োটিক সেবন ক্ষতির কারণ, বিনা প্রেসক্রিপশনে তা কিনতে বারণ’।

বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য, সেমিনার এবং পোস্টার প্রেজেন্টশন প্রতিযোগিতার মাধ্যমে ‘এন্টিবায়োটিক সচেতনতা আন্দোলন’ এ সকলে একাত্বতা প্রকাশ করলো। কার্যক্রমটি প্ল্যাটফর্ম এবং ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ, নর্থ সাউথ ইউনিভার্সিটির উদ্যোগে এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখা সিডিসি এর সহযোগিতায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ডাঃ দীপক কুমার মিত্র, মুল বক্তার ভুমিকা পালন করেন প্রফেসর ডাঃ মো. সায়েদুর রহমান, চেয়ারম্যান, ফার্মাকোলোজি ডিপার্টমেন্ট, বিএসএমএমইউ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ডাঃ গিয়াস উ. আহসান, প্রোভাইস চ্যান্সেলর এবং ডিন, স্কুল অফ হেলথ এন্ড লাইফ সায়েন্স ও ডাঃ এমএস আসলাম কাইসার, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, এআরসি ভাইরাল হেপাটাইটিস এন্ড ডায়ারিয়্যাল ডিসিস, সিডিসি, ডিজিএইচএস।
সচেতনতামূলক বিভিন্ন পোস্টার প্রদর্শনীর মাধ্যমে প্রতিযোগিতা সম্পন্ন, বিচারকগণ সুষ্ঠ বিচারের মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীর নাম ঘোষণা করেন এবং আলোচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

ছবিতে এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহঃ

প্ল্যাটফর্ম নিউজ ডেস্ক/ স্টাফ রিপোর্টার / অরনী

ওয়েব টিম:
Related Post