X

ইস্ট ওয়েস্ট মেডিকেল এবং আপডেট ডেন্টাল কলেজে এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ এবং আপডেট ডেন্টাল কলেজে আজ ডিজি হেলথ এবং প্লাটফর্মের উদ্যোগে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ ২০১৮ উপলক্ষে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় যার মূল প্রতিপাদ্য ছিল
“অযথা এন্টিবায়োটিক ক্ষতির কারণ
বিনা প্রেসক্রিপশনে তা কিনতে বারণ”।

সকালে কলেজ অডিটোরিয়ামে একটি সেমিনার অনুষ্ঠিত হয় যেখানে মেডিকেল কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এরপর এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার ও অপব্যবহার এবং রেজিস্টেন্স যাতে না হয় তার জন্য ভবিষ্যৎ করণীয় সম্পর্কে ডিজি হেলথ কর্তৃক প্রেরিত একটি প্রেজেন্টেশন প্রফেসর ডা. জাফরুল্লাহ চৌধুরী (অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি) স্যার প্রেজেন্ট করেন। সেমিনারের আলোচনায় আরো অংশগ্রহণ করেন অধ্যাপক মোস্তাক রহিম, সহযোগী অধ্যাপক কাজী নওশাদ, সহযোগী অধ্যাপক এনায়েত উল্লাহ।

সেমিনার শেষে একটি র‍্যালি বের করা হয়। তারপর কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থী গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয়। একদল ভলান্টিয়ার হাসপাতালে আগত রোগীদেরকে এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার এবং অপব্যবহারের কুফল ও তা প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করেন এবং লিফলেট বিতরণ করেন।

ছবিতে এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহঃ

Dr.Hasan Rakib
Intern,EWMC

ওয়েব টিম:
Related Post