X

চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি অনুমোদন

২৩ নভেম্বর ২০১৯

গতকাল ২২/১১/২০১৯ রোজ শুক্রবার ২০১৯-২০২০ বছরের জন্য চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের আংশিক কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. সাইফ জামান আনন্দের সূত্রে তথ্যটি নিশ্চিত হওয়া গেছে। পূর্ববর্তী কমিটির সভাপতি ডা. আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. ওয়াহিদ আনসারীর সাক্ষর সম্বলিত এক প্রজ্ঞাপনে এমন ঘোষণা আসে। নবগঠিত কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী মেডিকেল কলেজের ২০১৪-১৫ সেশনের মেধাবী শিক্ষার্থী তাজরেমিন নাহার রিক্তাকে এবং সাধারন সম্পাদকের দায়িত্বভার পেয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২০১৫-২০১৬ সেশনের মেধাবী শিক্ষার্থী মোঃ শাহরিয়ার হোসেন। আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদনের নির্দেশনা দেয়া হয়েছে।

২০১৭ সালে ডা. সাইফ জামান আনন্দের হাত ধরে প্রতিষ্ঠা পাওয়া সংগঠনটি ঐক্য, মানবতা ও সেবার মূলমন্ত্রকে পুঁজি করে অদ্যবধি সফলতার সাথে এগিয়ে চলছে এবং এর বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের দরুণ দেশব্যাপী নানা মহলে প্রসংশিত হয়ে আসছে।

পূর্বের অগ্রগমনের ধারাবাহিকতা বজায় রেখে এবং বর্তমানে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নতুন এ কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য গত ০৬/০৫/২০১৯ তারিখে দেশের বিভিন্ন অঞ্চলে অধ্যয়নরত প্রায় পাঁচ শতাধিক মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী, সংগঠনটির উপদেষ্টামন্ডলী, জেলা বিএমএ ও স্বাচিপের সভাপতি এবং সাধারন সম্পাদকগনের উপস্থিতিতে আঞ্চলিক এ সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হয় এবং তারই ধারাবাহিকতায় সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্বের হাতে দায়িত্বভার অর্পণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত কমিটি ঘোষণার সাথেসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন সংগঠনের সংগঠকবৃন্দ অভিনন্দন ও আনন্দবার্তা প্রকাশ করেন।

প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

Platform:
Related Post