X

বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করল মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সুনামগঞ্জ

সংবাদদাতা: মিত্রবৃন্দা চৌধুরী, প্ল্যাটফর্ম এক্টিভিস্ট

সুনামগঞ্জ জেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটী গ্রামে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও ঔষধ বিতরণ করেছে “মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সুনামগঞ্জ।”

গত ১০ সেপ্টেম্বর, শনিবার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটী পশ্চিম সদর প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্রী হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এই কার্যক্রমে প্রায় ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

হেল্থ ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন ডাঃ নুরুল ইসলাম, ডাঃ সঞ্জীত তালকুদার, ডাঃ সায়েম রেজা, ডাঃ সৈকত দাশ, ডাঃ মুনীরা তাপসী, ডাঃ জান্নাত আরা খান, ডাঃ ইসরাত জাহান, ডাঃ রুমানা আমিন তৃষা। তাদের সহযোগীতা করেন মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য প্রমিতা, মিত্রবৃন্দা, পূজা, আকসা, সাদিকুর, চয়ন, রুবেল, অন্তু, নিশাত, শাওন, উচ্ছ্বাস, অনিক, জুয়েল, রোদসী, এমি, শাম্মী, তমা, পল্লব, রাজু, ফারুক, আলাল, ওয়েজকুরুনী, মুস্তাফির প্রমুখ।

“মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সুনামগঞ্জ” এর আহ্বায়ক ডাঃ সৈকত দাশ বলেন-
সুনামগঞ্জের দুস্থ, অসহায় রোগীদের স্বাস্থ্য সেবা প্রদানে অ্যাসোসিয়েশন সবসময় কাজ করবে।

আগামীতে সুনামগঞ্জের সকল সুবিধাবঞ্চিত এলাকাসমূহের জনস্বাস্থ্য উন্নয়নে অ্যাসোসিয়েশন উল্লেখযোগ্য পদক্ষেপ নেবে বলে জানান তিনি।

Banaful:
Related Post