X

চার্লস সি শেফার্ড সায়েন্স এ্যাওয়ার্ড লাভ করলেন আইসিডিডিআরবির চিকিৎসাবিজ্ঞানী

আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক এবং রোগতত্ত্ববিদ ডা খালেকুজ্জামান এবং তাঁর গবেষণা সহযোগীরা সম্মানজনক চার্লস সি শেফার্ড সায়েন্স এ্যাওয়ার্ড লাভ করেছেন। ল্যানসেট ইনফেকসিয়াস ডিজিসে পোলিওর উপর একটি গবেষণাপত্র ছাপানোর জন্য পুরস্কারটি তাঁরা অর্জন করেন। এই গবেষণাপত্র সম্প্রতি Lifetime Scientific Achievement Award for Prevention and Control লাভ করে।

ডা খালেকুজ্জামান আইসিডিডিআরবির সংক্রামক ব্যাধি গবেষণা বিভাগকে নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেশনের সাথে এই গবেষণায় নেতৃত্ব দেন।
এই র‍্যান্ডোমাইজড কন্ট্রোল ট্রায়ালের মাধ্যমে বিজ্ঞানীরা বিভিন্ন ওরাল পোলিও ভ্যাক্সিনের কার্যকারিতা পরীক্ষা করেন। এছাড়া  বিভিন্ন ওরাল পোলিও ভ্যাক্সিনের বিভিন্ন ডোজের কার্যকারিতার পার্থক্যও তারা পরীক্ষা করে দেখেন। এই গবেষণার ফলে উচ্চ ঝুঁকি এলাকায় ওরাল পোলিও ভ্যাক্সিনের মাধ্যমে অতি অল্প সময়ে কোন মহামারী প্রতিরোধ করা সক্ষম হবে।

উল্লেখ্য ডা খালেকুজ্জামান ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন।

Immunogenicity of three doses of bivalent, trivalent, or type 1 monovalent oral poliovirus vaccines with a 2 week interval between doses in Bangladesh

rajat:
Related Post