X

বাংলাদেশী সার্জনের নামে ল্যাপারোস্কোপিক ইন্সট্রুমেন্টের নামকরণ

ল্যাপারোস্কোপিক সার্জারিতে একটি ব্যবহৃত যন্ত্রের নাম হাসিমোটু- নাঈম ওজিগি স্প্যাচুলা। আপনি কি জানেন এই নাঈম একজন বাংলাদেশী সার্জন? তার আসল নাম সরদার নাঈম। নব্বইয়ের দশকে জাপানে ডা হাসিমোটু এবং ডা সরদার নাঈম মিলে এই স্প্যাচুলা তৈরি করেন।  ডা সরদার নাঈম ঢাকা মেডিকেল কলেজের কে ৩৬ ব্যাচের ছাত্র এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে কাজ করেন।

এখানে দেখতে পারেন তাদের সেই গবেষণাপত্র

rajat:

View Comments (11)

Related Post