X

লন্ডনে বিশ্বের প্রথম ভার্চুয়াল রিয়েলিটি অপারেশনঃ বাংলাদেশি সার্জনের সাফল্য

বিশ্বের প্রথম ভার্চুয়াল রিয়েলিটি অপারেশন হতে যাচ্ছে রয়েল লন্ডন হাসপাতালে। কোলন ক্যান্সারের আক্রান্ত একজন ৭০ বছর বয়স্ক বৃটিশ নাগরিকের অপারেশন বিশ্বের অন্তত ১৩০টি দেশে সরাসরি সম্প্রচারিত হবে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে।

গুগল কার্ডবোর্ড এবং স্মার্টফোনের মাধ্যমে বিশ্বব্যাপী সার্জন, মেডিকেল শিক্ষার্থীরা এ অপারেশন দেখতে পারবেন। অপারেশন থিয়েটারে সার্জন এবং তাঁর টিমের সাথে রাখা অত্যাধুনিক ক্যামেরায় ইমার্সিভ অপারেশন থিয়েটারের অভিজ্ঞতা সৃষ্টি করার মাধ্যমে দর্শক অপারেশন থিয়েটারে ৩৬০ ডিগ্রি দেখতে পারবেন। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে দর্শক সার্জিক্যাল টিমের অংশ হিসেবে নিজেই অপারেশন থিয়েটারে উপস্থিত আছেন অনুভব করবেন। রয়েল লন্ডন হাসপাতালের সার্জারি বিভাগের কন্সলান্টেন্ট ডাঃ শফি আহমেদ এবং তাঁর টিম এ অপারেশনটি পরিচালনা করবেন। বাংলাদেশে রয়েল কলেজ অব সার্জনের সহযোগী প্রতিষ্ঠান রাহেটিড এর প্রেসিডেন্ট ও ডাঃ শফি আহমেদের সহকর্মী রয়েল কলেজ অব সার্জারির কন্সাল্টেন্ট অধ্যাপক রাকিবুল আনোয়ার স্যারের তত্ববধানে অপারেশনটি দেখার ব্যবস্থা করা হয়েছে রাহেটিড এর গুলশান কার্যালয়ে। (ছবিতে ডান থেকে ডাঃ শফি আহমেদ, অধ্যাপক রাকিবুল আনোয়ার, শ্রীলংকান ক্যান্সার সার্জন ডাঃ কনিষ্ক ডি সিলভা)

অপারেশন টেবিলে প্রযুক্তির ব্যবহার এবারই প্রথম নয়। ডাঃ শফি আহমেদ ২০১৪ সালে ইতিহাসে প্রথম বারের মত গুগল গ্লাস ব্যবহার করে ২০১৪ সালে আরেকজন ক্যান্সার রোগীর শরীরে অস্ত্রোপ্রচার করেন যার সরাসরি সম্প্রচার বিশ্বের ১১৫টি দেশে মোট ১৩,০০০ সহকর্মী সার্জন, চিকিৎসক, মেডিকেল স্টুডেন্ট এবং সাধারণ মানুষ দেখার সুযোগ পায়। সে সময় ৭৮ বছর বয়স্ক একজন ক্যান্সার রোগীর যকৃত ও অন্ত্র থেকে টিউমার অপসারণ করা হয়। অপারেশনের সময় সার্জিক্যাল টিমের কাছে দর্শক চিকিৎসক ও মেডিকেল স্টুডেন্টরা প্রশ্ন টেক্সট করার ব্যবস্থা রাখা হয় যা পরবর্তীতে উত্তর দেয়া হয়।

গত মার্চে যখন এ অস্ত্রোপ্রচারের কথা ঘোষণা করা হয় সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। দি গার্ডিয়ান, মিরর পত্রিকা সহ পৃথিবীর গণমাধ্যমে শিরোনাম হন বাংলাদেশি বংশদ্ভূত ডাঃ শফি আহমেদ। বিশ্বের অনগ্রসর দেশগুলোর নবীন সার্জনদের কাছে পৃথিবীর অন্যতম সেরা অপারেশন থিয়েটারের অভিজ্ঞতা পৌঁছে দিতে এ অপারেশনের পরিকল্পনা করা হয়েছে বলে ডাঃ আহমেদ জানান।

ডাঃ শফি আহমেদ আরো বলেনঃ স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষায় এটি (ভার্চুয়াল রিয়েলিটি) হয়ে যুগান্তকারী প্রযুক্তি। বিশ্বব্যাপী সার্জারি প্রশিক্ষণে বিদ্যমান অসমতা, পিছিয়ে পড়া দেশগুলোর সার্জন ও সার্জারী প্রশিক্ষণার্থীদের এ প্রযুক্তির মাধ্যমে যুক্ত করে সহজে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ করে দেবে। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির সত্যিকারের ব্যবহার হচ্ছে শিক্ষা এ অপারেশনই তার প্রমাণ। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি শত শত বছর ধরে চলে আসা সার্জারি প্রশিক্ষণের রীতিতে পরিবর্তন নিয়ে আসবে। অপারেশনের সময় আগে যেখানে প্রশিক্ষণার্থীকে সার্জন ও তাঁর সহকারীর পেছনে দাঁড়িয়ে অপারেশন ফিল্ড দেখতে যথেষ্ট সংগ্রাম করতে হত-এ প্রযুক্তি ব্যবহারে সেটি আরো সহজ করে দিচ্ছে। ডাঃ শফি আহমেদের নেতৃত্বে মেডিকেল রিয়েলিটিস ও ম্যাটিভিশন এ প্রযুক্তির পরবর্তী ধাপে স্পর্শ ও অনুভূতির উপাদান আগামী ৩-৪বছরের মাঝে যুক্ত করতে গবেষণা চালিয়ে যাচ্ছে।

ডাঃ শফি আহমেদ বর্তমানে সেন্ট বার্থেলমিউ হাসপাতাল ও বার্টস হেলথ এনএইচএস ট্রাস্টের সার্জারির কন্সাল্টেন্ট হিসেবে কর্মরত আছেন। তিনি মিনিমাল ইনভ্যাসিভ(সিংগেল ইনসিশন) ল্যাপারোস্কোপিক কোলোরেক্টাল সার্জারির প্রবর্তক এবং লিভার সার্জনদের সাথে ল্যাপারোস্কোপিক লিভার এন্ড বাওয়েল রিসেকশন নিয়ে কাজ করছেন।২০১৪ সালে রয়েল কলেজ অব সার্জনের কাউন্সিলে নির্বাচিত হন তিনি। এছাড়া বার্টস ও লন্ডন মেডিকেল স্কুলের সহযোগী ডিন হিসেবে কাজ করছেন।

১৯৯৩ সালে কিংস কলেজ হাসপাতাল মেডিকেল স্কুল থেকে গ্র্যাজুয়েশন শেষ করেন ডাঃ শফি আহমেদ। এরপর রয়েল কলেজ অব সার্জনের ফেলোশিপ অর্জন করে ২০১০ সালে কোলোরেক্টাল ক্যান্সারের জেনেটিক্সের উপর পিএইচডি সম্পন্ন করেন। বাংলাদেশের সোসাইটি অব সার্জনস ও সোসাইটি অব ল্যাপারোস্কোপিক সার্জনসের আজীবন সদস্য ডাঃ শফি আহমেদ, বাংলাদেশে “প্রশান্তি” নামক স্থানীয় সেবামূলক সংস্থার সাথে জড়িত এবং নির্মাণাধীন বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের পরিচালক।

আগামী ১৪ এপ্রিল ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সর্বপ্রথম সম্প্রচারিত অপারেশন সফল ভাবে সম্পন্ন করার মাধ্যমে এই বাংলাদেশি সার্জন বিশ্বের মেডিকেল কম্যুনিটিতে বাংলাদেশকে আরো ইতিবাচকভাবে উপস্থাপন করবেন। বিদেশের মাটিতে উৎকর্ষতা শুধু নয়, ডাঃ শফি চান বাংলাদেশি সার্জনেরাও যেন বিশ্বমানে পৌঁছতে পারে, বাংলাদেশের মেধাবী সার্জন, সার্জারি প্রশিক্ষণার্থীরা যেন আরো বেশি দক্ষতা অর্জন করে সেজন্য তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর সহকর্মী অধ্যাপক রাকিবুল আনোয়ার স্যার বাংলাদেশে রয়েল কলেজ অব সার্জারির প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান রাহেটিডের মাধ্যমে দেশের মানুষের কাছে বিশ্বমানের সার্জিকেল সেবা পৌঁছে দেয়ার পাশাপাশি রয়েল কলেজ অফ সার্জনসের মেম্বার ও ফেলো হতে আগ্রহীদের প্রশিক্ষণ এবং রিকোমেন্ডেশনের জন্য প্রস্তুত করছেন।


আগামী ১৪ এপ্রিল ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহারে ডাঃ শফি আহমেদের অপারেশনটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে রাহেটিড এ। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহী সার্জনদের রাহেটিড এর ডাঃ শাহরিয়ার(০১৭৮৭৬৯৪৫০৪) এর সাথে যোগাযোগ এবং আগ্রহী সার্জারি ট্রেইনি, চিকিৎসক, শিক্ষানবিশ চিকিৎসক, মেডিকেল স্টুডেন্টদের রাহেটিড এর সহযোগী সংগঠন “প্ল্যাটফর্ম” আয়োজিত বিশেষ সার্জারি কুইজে অংশ নিতে বলা হয়েছে। অনলাইন কুইজের বিজয়ীরা রাহেটিড কার্যালয়ে এসে অপারেশনটিতে অংশ নিতে পারবেন।
কুইজের লিঙ্কঃ https://docs.google.com/forms/d/1wvEuZWk8OVER7OUzD7Hm2bL497qSfJYwo04g0xkEubg/viewform

ডাঃ মোহিব নীরব
সম্পাদক, প্ল্যাটফর্ম (চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের নিয়মিত প্রকাশণা)।

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com

View Comments (1)

  • প্রথমে নিউজটা দেখে থমকে গিয়েছিলাম। অসাধারন আইডিয়া।

Related Post