X

বিশ্ব স্বাস্থ্য দিবসে দেশব্যাপী প্ল্যাটফর্মের জনসচেতনতা কার্যক্রমঃ জহুরুল ইসলাম মেডিকেল কলেজের আয়োজন

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৬

JIMCH Platform

    

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৬ এর প্রতিপাদ্য বিষয়ঃ HALT THE RISE, BEAT DIABETES। এ ব্যাপারে স্বাস্থ্য সেবা নিতে আসা জনগণের সচেতনতা বৃদ্ধিতে প্ল্যাটফর্ম এর পক্ষ থেকে  বিভিন্ন মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ হাসপাতালে নির্দিষ্ট কিছু স্ক্রিনিং এবং কাউন্সেলিং এর ব্যবস্থা করা হয়েছিল। জহুরুল ইসলাম মেডিকেল কলেজে আয়োজিত এই ক্যাম্পে অংশগ্রহন করে শতাধিক মানুষ। অনুষ্ঠানের শুরুতে হাসপাতালের ডিরেক্টর স্যার এবং ক্লিনিক্যাল ডিপার্টমেন্টের প্রধানদের ৬ষ্ট সংখ্যা উপহার দিয়ে প্ল্যাটফর্মের ছোট একটা প্রেজেন্টেশন করা হয়। প্রেজেন্টশনে আরো উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একাংশ। প্রেজেন্টশনে ছিলেন প্ল্যাটফর্ম সেন্ট্রাল থেকে আবিদ হাসান এবং ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন J-20 ব্যাচের আয়েশা হায়দার, ফটোসেশনে ছিলেন J-16 ব্যাচের ফয়সাল মিশু। সার্বিক সহায়তায় ছিলেন ডাঃ শেখ ফয়েজ আহমেদ(J-08), ডাঃ শাকিল সালেকিন (J-14), ডাঃ রাশেদুর রহমান (J-18)। Non communicable disease awareness Campaign এ  প্রায় ১১০ জন Attendance এর BP,Height,weight,waist to hip Ratio পরিমাপ এবং তাদের Counseling করা হয়। প্রায় ৩ ঘন্টা পরিশ্রমের পর platform activist (JIMCH group) এর একটি সফল আয়োজন এলাকার মানুষদের একটু উপকারে আসলেও তারা সার্থক এই মন্তব্য প্রকাশ করেন এ্যাক্টিভিষ্টগন।

আবিদ হাসান:

View Comments (4)

Related Post