X

৩৭ তম বিসিএস প্রস্তুতি : কি কি বই পড়বেন ?

সবার আগে যা বলতে পারি যে বিসিএস শুধু প্রিলি পাস করলেই হয় না ,যদি ক্যাডার হতে চান তাইলে লিখিত এর সাথে প্রিলিকে সমন্বয় করে পড়বেন।
বিসিএস প্রিলির জন্য যে সব বই পড়া উচিত বলে আমার মনে হয়ঃ

সকল বিষয়ের জন্যঃ
১) ১০ম থেকে ৩৬তম বিসিএস প্রিলি প্রশ্ন সংকলন বইটি দেখা( সল্যুউশন ব্যাখ্যা সহ)
২) বিসিএস ডাইজেস্ট … বিসিএস বিষয়গুলো সংক্ষেপে খুব ভালো সংকলন এমন বই
৩) কারেন্ট এফেয়ার্স [মাসিক এবং বার্ষিক কপি ও বিসিএস স্পেশাল গুলো] ৪) সংখ্যাতত্ত্ব
৫) বাংলাদেশের সংবিধান
৬)বিসিএস ম্যাপ( বাংলাদেশ ও আন্ত:জাতিক)
৭) সব বিষয়ের লিখিত এর দুই সেট বই
৮) বাংলা পিডিয়া ’র পুরো খন্ডটা থাকাই ভালো
৯)নন ক্যাডার এর দুটো সিরিজের বই
১০) অর্থনৈতিক সমীক্ষা
১১) ১০ম থেকে ৩৬তম বিসিএস লিখিত প্রশ্ন সংকলিত বই

বাংলাঃ
১) সৌমিত্র শেখরের বাংলা বিষয়ক বইটা/ সাহিত্য জিজ্ঞাসা।
২) হুমায়ূন আজাদের লাল নীল দীপাবলি [বাংলা ভাষার ইতিহাসের জন্য] ৩) মাধ্যমিক বাংলা গদ্য ও পদ্য [লেখক,কবি ও প্রবন্ধকদের জীবনী, উল্লেখযোগ্য বই] ৪) মাধ্যমিক বাংলা ব্যাকরণ
৫) বাংলা কোষ ( জুয়েল কিবরিয়া)
৬)বাংলা অভিধান/সংসদ > বাংলা টু বাংলা , বাং লা টু ইংলিশ।

ইংরেজীঃ
১) ENGLISH FOR COMPETITIVE EXAM
২) অক্সফোর্ড এডভান্সড লার্নার ইংলিশ গ্রামার বই
৩) যেকোনও ভালো মানের ইংরেজী ব্যকরণ বই( জাকির হোসেনের বইটা ভালো , পিসি দাশ এর টাও ভালো)
৪)প্রফেসরস / ওরাকল ইংরেজী বিসিএস প্রিলিমিনারীর বই
5)COMMON MISTAKE >> FITICATES
৬)SAIFUR’S VOCABULARY/ WORD TREASURE
7) SAIFUR’S ANALOGY
8)SYNONYM ANTONYM বিষয়ক যে কোন বই

গণিতঃ
১) প্রফেসর’ স এর গনিত স্পেশাল/ওরাকল বিসিএস ম্যাথ প্রিলি [বইটা খুবই ভালো … ডিটেইল সূত্র দিয়ে ক্যালকুলেশন] ২)মানসিক দক্ষতা ও গানিতিক যুক্তি বিষয়ক বই
৩) মাধ্যমিক বীজগণিত
৪) মাধ্যমিক জ্যামিতি [পরিমিতি, ত্রিকোণমিতি ১২.৩] ৫) নিম্ন মাধ্যমিক গণিত [৮ম শ্রেণী পাটিগণিত]

বিজ্ঞানঃ
১) MP3 সিরিজের বিসিএস বিজ্ঞান সমগ্র [খুব ভালো একটা বই] ২) নিম্ন মাধ্যমিক বিজ্ঞান [৮ম শ্রেণী] ৩) মাধ্যমিক সাধারণ বিজ্ঞান [ ৯ম শ্রেণীর] ৪) পদার্থ বিজ্ঞান [৯ম শ্রেণী] ৫) রসায়ন বিজ্ঞান [৯ম শ্রেণী] ৬) জীব বিজ্ঞান [৯ম শ্রেণী]
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীঃ
১) মাধ্যমিক ইতিহাস [৯ম শ্রেণী] ২) মাধ্যমিক ভূগোল [৯ম শ্রেণী] ৩) মাধ্যমিক সামাজিক বিজ্ঞান [৯ম শ্রেণী] ৪) আব্দুল হাই এর বাংলাদেশ বিষয়াবলী
৫) সাধারণ জ্ঞানের যেকোনো ভাল বই( যেমন>প্রফেসর’স/ ওরাকল/ MP3 সিরিজের সাধারণ জ্ঞানের বই)
৬) বাংলাদেশ এবং পৃথিবীর মানচিত্র ও মানচিত্র বিশিষ্ট বই
পড়ার কোনও শেষ নাই … জানার কোনও শেষ নাই। উপরের বইগুলো বিসিএস প্রিলিতে ভালোভাবে চান্স পাবার জন্য যথেষ্ট সাহায্য করবে।

পুনশ্চ:
বিসিএস ক্যাডার হতে গেলে আপনাকে অনেক বেশী জানতে হবে! এজন্য অনেক বেশি তথ্য মাথায় রাখতে হবে যা অসম্ভব !! এই ক্ষেত্রে আমার সুত্র
১.কি কি বাদ দিতে হবে তা খুঁজে বের করা(বিগত সালের প্রশ্ন পড়লেই বুঝতে পারবেন)
২.সব কিছু জিনিসের কিছু কিছু আর কিছু কিছু বিষয়ের সব কিছু জানতে হবে।অর্থা্ৎ গুরুত্তপূর্ণ বিষয় গুলোর গভীরে যেতে হবে।এটাও বুঝতে পারবেন লিখিত ও প্রিলির বিগত প্রশ্ন থেকেই।
৩. যা শিখবেন স্পষ্ট করে শিখবেন কোন কনফিউসন রাখবেন না, কনফিসন হলেই নেটে বেশি বেশি সার্চ দিন।
৪.গ্রুপ স্টাডি করবেন আর বেশি বেশি এক্সাম দিন/ প্রশ্ন সলভ করুন।
৫.যে কোন বিষয় বিশ্লেষন করার ক্ষমতা বাড়ান
৬.ইংরেজীতে ও গণিতে দক্ষতা বাড়ান
৭.প্রতিদিন কিছু শব্দভান্ডার বাড়ান ও ইংরেজীতে কিছু না কিছু লিখুন,আর আয়নার সামনে দাঁড়িয়ে ভালো ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করুন এতে মুখের জড়তা কেটে যাবে।
৮. প্রতিদিনের নতুন নতুন জানা জ্ঞানকে নোট করুন( প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা)
৯.অযথা কোন কিছুর ছন্দ মুখস্ত করতে যাবেন না, তবে খুব ছোট হলে ভিন্ন কথা। কঠিন বিষয় গুলোকে নিজের পরিচিত কোন কিছু/ কারো সাথে মিল রাখার চেষ্টা করুন।
বি.দ্র: এটা সম্পূর্ন আমার মতামত এর বাইরেও আপনাদের মতামত থাকতে পারে সেটা ভিন্ন কথা……
লিখেছেনঃ  তানভীর আহমেদ গালিব ।

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post