X

বাংলাদেশী চিকিৎসকের প্রথম আন্তর্জাতিক চর্মরোগ ও এর চিকিৎসা সংক্রান্ত বই প্রকাশিত

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ ডিসেম্বর ২০২০, শনিবার

গতকাল ২৫ ডিসেম্বর অধ্যাপক ডা. মো. রোকন উদ্দিন এর লেখা ‘Manual of Dermatology in General Practice’ বইটি প্রকাশিত হয়।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম চর্মরোগ ও এর চিকিৎসা সংক্রান্ত বইটির মোড়ক উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন দেশবরেণ্য চিকিৎসকগণ, সাংবাদিক ও অন্যান্য অতিথিবৃন্দ।

এ বই নিয়ে লেখক অধ্যাপক ডা. মো. রোকন উদ্দিন বলেন, “আজ থেকে বিশ বছর আগে আমি যখন  ঢাকা মেডিকেলে কলেজে চর্ম ও যৌন রোগ বিভাগে প্রশিক্ষণরত ছিলাম, তখন এমন একটা বই লেখার স্বপ্ন আমার মনের মধ্যে উঁকি দিয়েছিল। কারণ তখন আমি দেখেছিলাম এ বিভাগে প্রশিক্ষণের সময়টা আমার জন্য কতটা জটিল, কঠিন এবং উপভোগ্যহীন ছিল। সেই দিনগুলোর কথা মাথায় রেখে  চর্মরোগ সম্পর্কিত এ দেশীয় রোগীদের প্রায় ৮০০ টি ছবি সংযোজন করে আমি এমবিবিএস শিক্ষার্থী, জেনারেল প্রাকটিশনার এবং এমবিবিএস পাশের পর চর্মরোগ নিয়ে উচ্চশিক্ষায় আগ্রহী এমন চিকিৎসকগণের জন্য খুবই সহজ ও সরলভাবে লেখার চেষ্টা করেছি। অন্যান্য বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের জন্যও বইটি আশা করি কাজে লাগবে।”

এমবিবিএস শিক্ষার্থী এবং এমবিবিএস পাশের পর  চর্মরোগ নিয়ে উচ্চশিক্ষায় ব্রতী এমন চিকিৎসকগণের জন্য এতদিন যাবৎ বাংলাদেশের চিকিৎসকের লেখা কোন আন্তর্জাতিকমানের পাঠ্যপুস্তক ছিলো না। ফলে চর্মরোগের নানারকম ধরণ, উপসর্গ, রোগ নির্ণয় এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে এ দেশের মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসকগণকে পুরোপুরিভাবে বিদেশী বইয়ের উপর নির্ভর করতে হতো। বিদেশী চিকিৎসকদের লেখা এসব বইয়ে সন্নিবেশিত তথ্যের সাথে যে ছবি উপস্থাপন করা হতো তা সঙ্গত কারণেই এ দেশীয় রোগীদের রোগের প্রকাশভঙ্গি, ত্বক ও শারীরিক গঠণগত ভিন্নতার কারণে অনেক সময় মিলতো না। ফলে রোগ নির্ণয় প্রক্রিয়া কিছুটা হলেও সমস্যাজনক হয়ে উঠতো।

বাংলাদেশী চিকিৎসক হিসেবে অধ্যাপক ডা. মো. রোকন উদ্দিন, যিনি দীর্ঘসময় ধরে একজন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছেন। তাঁর লেখা ‘Manual of Dermatology in General Practice’ বইটি নিঃসন্দেহে উচ্চ প্রশংসার দাবি রাখে। এটা এ দেশীয় প্রথম আন্তর্জাতিক চর্মরোগ বিষয়ক বইও বটে। বইটি প্রকাশিত হয়েছে মেডিকেল বিষয়ক আন্তর্জাতিক পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠান ‘জেপি ব্রাদার্স মেডিকেল পাবলিশার্স (প্রা.) লিমিটেড, নয়াদিল্লী, ভারত’ থেকে।

বইটি অতিশীঘ্রই বাজারে পাওয়া যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

Sarif Sahriar:
Related Post