X

বেসরকারি মেডিকেল কলেজগুলোতে নব নির্ধারিত ইন্টার্ন ভাতা প্রদানের দাবিতে বিএমসিতে কর্মবিরতি

তথ্য ঃ প্ল্যাটফর্ম  প্রতিনিধি- ডাঃ নাহিদ হাসান রিফাত, বাংলাদেশ মেডিকেল কলেজ 

আজ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দ্বারা নব নির্ধারিত ইন্টার্ন ভাতা (১৫,০০০/-) প্রদানের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা প্রদান করা হয়।

ত ২৮ জুলাই,২০১৬ তারিখে প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে শুধুমাত্র সরকারি মেডিকেলের ইন্টার্ন ডাক্তারদের বেতন বাড়ানোর কথা বলা হয়।কিন্তু এই সুযোগ থেকে বেসরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তাররা বঞ্চিতই রয়ে যায়।

এই ইন্টার্ন ভাতা বাড়ানোর জন্য বাংলাদেশ মেডিকেল কলেজের ডিরেক্টর, প্রিন্সিপাল এবং অনারারি ডাক্তাররা বিএমএসআরআই এর সেক্রেটারি এর সাথে বিভিন্ন সম্য দেখা করে, ব্যপারটা জানানো হলেও তারা এই ব্যপারে কোন আশা দেন নিই।


গত বুধবার ১০ই আগস্ট  বিএমএসআরআই এর সেক্রেটারি বরাবর আবেদনপত্র জমা দেওয়া হয় এবং সেখানে বলা হয় যদি ভাতা না বাড়ানো হয় কিংবা কোন লিখিত আশ্বাস দেওয়া না হয় তাইলে ইন্টার্ন ডাক্তাররা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য হবে।

তাই আজ শনিবার পর্যন্ত কোনরকম সিদ্ধান্ত বিএমএসআরআই থেকে ইন্টার্ন চিকিৎসকদের জানানো না হওয়ায়,তারা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে।

এই মুহূর্তে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের নতুন করে ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে এবং যারা আগেই ভর্তি ছিল শুধু তাদের সুবিধার জন্য এক্তি ইমারজেন্সি দল গঠন করা হয়েছে। ইমারজেন্সি দল শুধুমাত্র রোগীদের জরুরিভিত্তিক সময়ে সাহায্য করবেন কিন্তু বাকি সময়ে কোন চিকিৎসা তারা দিবেন না।

আর এই বিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে যতদিন না পর্যন্ত  বিএমএসআরআই থেকে কোন লিখিত আশ্বাস না দেওয়া হয় এবং তাদের ভাতা বাড়ানো না হয়।

 

 

 

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

View Comments (5)

Related Post