X

৩৪৬ চিকিৎসকের সহযোগী অধ্যাপক পদে পদোন্নয়ন

রাষ্ট্রপতির প্রমার্জনায় সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৩৪৬ জন চিকিৎসক। বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বুধবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় পদোন্নতি প্রাপ্তদের পদায়নের আদেশ অনুমোদিত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে থেকে ২১৪ জনকে ঢাকার বাইরে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদেরকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ১৩ আগস্ট পূর্বাহ্নে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হবেন।
শুধু তাই নয়, নতুন কর্মস্থলে যোগদানের ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তার পদোন্নতি কার্যকর তো হবেই না বরং সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত যে সকল কর্মকর্তা লিয়েন, শিক্ষা ছুটি বা প্রেষণে রয়েছেন তাদের ক্ষেত্রে ছুটি বা প্রেষণ শেষে কর্মস্থলে যোগদানের পর এই পদোন্নতি কার্যকর হবে বলেও পদোন্নতির আদেশপত্রে উল্লেখ করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে 346 (সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি) ডাউনলোড করুন

রাষ্ট্রপতির প্রমার্জনা: পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) পদোন্নতি নীতিমালা অনুসারে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেতে হলে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতির দিন থেকে তিন বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হয়। কিন্তু পদোন্নতিপ্রাপ্তদের অনেকেরই তা নেই। কারো কারো সহযোগী অধ্যাপক হিসেবে চাকরির মেয়াদ ছয়মাসও হয়নি। দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে শিক্ষক সংকটে পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় সমস্যা সমাধানে রাষ্ট্রপতির বিশেষ প্রমার্জনার মাধ্যমে এ পদোন্নতি দেয়া হয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ক্যাডার ছাড়াও নন-ক্যাডার চিকিৎসকরা রয়েছেন বলে জানা গেছে।

পরিমার্জনা: বনফুল

Banaful:
Related Post