X

৩১শে মার্চ পর্যন্ত দেশের সকল চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম স্থগিত

মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২০ খ্রিস্টাব্দ

আজ ১৭ই মার্চ, ২০২০ খ্রিস্টাব্দ, মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষা কার্যক্রম স্থগিত প্রসঙ্গে নির্দেশনা জারি করা হয়। উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়,
“উপর্যুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, বিশ্বব্যাপী করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সরকারের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৮-০৩-২০২০ ইং খ্রিস্টাব্দ হইতে ৩১-০৩-২০২০ ইং খ্রিস্টাব্দ পর্যন্ত সকল চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে। তবে স্বাস্থ্য সেবা কার্যক্রম যথা নিয়মে অব্যাহত থাকবে। উল্লেখিত সময়ে চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সকল কর্মকর্তা কর্মচারী যথারীতি কর্মস্থলে উপস্থিত থাকবেন। ইহাতে মহাপরিচালক মহোদয়ের সম্মতি রয়েছে। ”

উল্লেখ্য, গত কাল ১৬ই মার্চ ,২০২০ ইং তারিখ সোমবার সারাদেশে একযোগে সকল শিক্ষা প্রতিষ্ঠান ৩১শে মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এদিকে, চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় যথাযথ নির্দেশ আসার আগ পর্যন্ত উক্ত প্রতিষ্ঠান সমূহে অধ্যয়নরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়।

নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী

হৃদিতা রোশনী:
Related Post