X

কোভিড-১৯: আরও ২ জন রোগী শনাক্ত, মোট আক্রান্তের সংখ্যা ১০

১৭ মার্চ, ২০২০
বাংলাদেশে আরো দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বাংলাদেশে এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০জন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

নতুন আক্রান্ত দুজনের একজন আগে থেকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। অপরজন একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের একজন যুক্তরাষ্ট্র ফেরত, অপরজন ইতালি ফেরত।

এ যাবৎ আক্রান্ত ১০ জনের সবাই বিদেশ ফেরত অথবা তাদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে আইইডিসিআর। আইইডিসিআর জানান, দেশে এখন পর্যন্ত স্থানীয় বা সামাজিক সংক্রমণের ঘটনা পাওয়া যায়নি।

এর আগে সোমবার নতুন করে তিন জনের শরীরে করোনা ভাইরাস আক্রান্তের কথা জানায় আইইডিসিআর। গতকাল পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল আটজন।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৩ জন আর ১৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ২৭৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।

তিনি বলেন, ”আমরা আবারো বলছি, পারিবারিকভাবে খুব শক্তভাবে আমাদের কোয়ারেন্টিন পালন করতে হবে। কারণ পরিবারের সদস্যদের মধ্যে আমরা সংক্রমণ দেখতে পাচ্ছি।”

বিশ্বব্যাপী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭ হাজার ১১৬ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৭৯ হাজার ৮৮১ জন সুস্থ হয়েছেন। ভাইরাসটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৫৪৭ জন।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

Fahmida Hoque Miti:
Related Post