X

মুজিববর্ষে সোহ্‌রাওয়ার্দী হাসপাতালে “এন্ডোক্রাইনোলজি ও ডায়াবেটিস বহির্বিভাগ” উদ্বোধন

মঙ্গলবার , ১৭ই মার্চ, ২০২০ খ্রিস্টাব্দ

মুজিব শতবর্ষের শুভ সূচনা লগ্নে আজ ১৭ই মার্চ,২০২০ ইং তারিখ মঙ্গলবার রাজধানীর শের এ বাংলা নগরে অবস্থিত শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন “এন্ডোক্রাইনোলজি ও ডায়াবেটিস বহির্বিভাগ” এবং “টাইপ-১ ডায়াবেটিস সেন্টার” এর উদ্বোধন করেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। উল্লেখ্য, বাংলাদেশে সরকারি হাসপাতালসমূহের মধ্যে এটিই এখন সর্ববৃহৎ এন্ডোক্রাইনোলজি বহির্বিভাগ। উক্ত বিভাগের ক্রমাগত উন্নয়নের জন্য যিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি হলেন সহকারী অধ্যাপক ডা.এম এ হালিম খান। তিনিই সর্বপ্রথম ২০১৬ সালে হাসপাতালটিতে এন্ডোক্রাইনোলজি বহির্বিভাগ খুলে কাজ শুরু করেন।

উক্ত বিভাগে কতিপয় ক্নিনিকসমূহ হতে প্রতিনিয়ত এন্ডোক্রাইন ও মেটাবলিক ডিজঅর্ডার এর চিকিৎসা করা হচ্ছে। ক্লিনিক গুলো হচ্ছে:

১. ডায়াবেটিস ক্লিনিক
২. টাইপ ওয়ান ডায়াবেটিস ক্নিনিক
৩. থাইরয়েড ক্লিনিক
৪. জিডিএম ক্লিনিক
৫. ওবেসিটি ক্লিনিক
৬. গ্রোথ ক্লিনিক
৭. ফার্টিলিটি ও রিপ্রোডাক্টিভ ক্লিনিক
৮. প্যারাথাইরয়েড ক্লিনিক
৯. পলিসিস্টিক ওভারি ক্লিনিক ইত্যাদি।

তিনজন এন্ডোক্রাইনোলজিস্ট (এম ডি) প্রতিদিন উক্ত বহির্বিভাগে রোগী দেখে থাকেন। তাঁরা হলেন-

১. সহকারী অধ্যাপক ডা. এম এ হালিম খান
২. সহকারী অধ্যাপক ডা. যোবায়দা নাজনীন
৩. মেডিকেল অফিসার ডা. অসীম ধর

উল্লেখ্য, ২০১৬ সালে সূচনালগ্ন থেকে এখন পর্যন্ত বিগত চার বছরে উক্ত বিভাগ হতে প্রায় পঁয়তাল্লিশ হাজার রোগীকে বিশেষায়িত সেবা প্রদান করেছে হাসপাতালটি ।

নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী

হৃদিতা রোশনী:
Related Post