X

২য় দিনের মতো শান্তিপূর্ণ আন্দোলনের ধারাবাহিকতায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

২য় দিনের মতো শান্তিপূর্ণ আন্দোলনের ধারাবাহিকতায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

 

০২ সেপ্টেম্বর সকাল ১০ টায় কলেজ ভবনের সামনে সবাই একত্রিত হয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করতে থাকে।

প্রত্যেকের দাবী একটাই – দুই বছর ইন্টার্নশিপ বাতিল করতে হবে এবং এ বিষয়ে অনতিবিলম্বে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। মন্ত্রণালয়ের সাময়িক প্রত্যাহারের ঘোষণা দিয়ে কোনরূপ হঠকারী সিদ্ধান্ত যেন ভবিষ্যতে নেয়ার সুযোগ না তৈরি হয় সে বিষয়ে সবাই জোর দাবী জানায়৷

মিছিলটি কলেজ ভবন থেকে শুরু হয়ে হাসপাতালের বহির্বিভাগের সামনে জড়ো হয়ে বিক্ষোভ জানাতে থাকে। পরে তা সড়ক প্রদক্ষিণ করে পূণরায় কলেজ ভবনে এসে শেষ হয়৷

আজকের আন্দোলনের স্লোগান,

“দুই বছর ইন্টার্নশিপ বাতিল চাই
আপাতত প্রত্যাহার মানি না
চূড়ান্তভাবে বাতিল চাই ”
———-
আব্দুল্লাহ আল যুবাইর
এমবিবিএস, পঞ্চম বর্ষ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
সেশন: ২০১৫-১৬

Special Correspondent:
Related Post