X

১২ অক্টোবর পালিত হতে যাচ্ছে বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০১৯

বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০১৯ উপলক্ষে আগামী ১২ অক্টোবর সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার এই দিবসটি পালিত হয়ে থাকে। এ বছরের প্রতিপাদ্য বিষয়, “আমার যত্ন, আমার অধিকার।”

পৃথিবীতে লাখো মানুষ অসহনীয় ব্যথা ও যন্ত্রণা নিয়ে মৃত্যুবরণ করেন। নিরাময় অযোগ্য মৃত্যুপথযাত্রীদের জীবনের শেষ দিনগুলো মমতায় ঘিরে রেখে কষ্টহীন মৃত্যু নিশ্চিত করার সেবা বিশ্ব জুড়ে প্যালিয়েটিভ কেয়ার নামে পরিচিত। প্যালিয়েটিভ মেডিসিনের চিকিৎসকেরা বিভিন্ন দুরারোগ্য রোগ যেমন: ক্যান্সার, স্ট্রোক, আঘাতজনিত প্যারালাইসিস, রেনাল ফেইলর এ আক্রান্ত মানুষ এবং তার পরিবারকে শারীরিক, মানসিক, সামাজিক ও আত্নিক সেবা প্রদান করে থাকে। বাংলাদেশে এ ধরনের সেবা প্রদান এবং একাডেমিক কোর্স পরিচালনা করছে একমাত্র প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার। বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০১৯ উপলক্ষে আগামী ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্টদের পাশাপাশি সকল চিকিৎসক সকাল ১০ টায় এ ব্লকের অডিটোরিয়ামে আমন্ত্রিত। ১১ টা পর্যন্ত বিভাগের রেসিডেন্টদের অংশগ্রহণে প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের বিভিন্ন কার্যক্রম এবং প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র: ডাঃ মোহিব নীরব

স্টাফ রিপোর্টার/ ফাহমিদা হক মিতি

Platform:
Related Post