X

হটলাইনে নারী চিকিৎসকদের উত্যক্ত বা অপ্রাসঙ্গিক কলে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে

১ এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

জাতীয় স্বাস্থ্য বাতায়ন ও আইইডিসিআর এর হটলাইনে মোট ১০৮১২ জন স্বেচ্ছাসেবী চিকিৎসক নিয়োজিত আছেন। যেসকল চিকিৎসক হটলাইনে কল রিসিভ করছেন তারা জানিয়েছেন অকারণেও অনেক মানুষ ফোন দিচ্ছে। নারী কন্ঠ পেলেই উত্যক্ত করছে।

এখন থেকে হটলাইন সিস্টেমে যে চিকিৎসকগণ পরামর্শ দিচ্ছেন তারা নিচের ছবিতে দেখানো পদ্ধতি অনুসারে প্র‍্যাংক কল বা হ্যারাসমেন্ট বা অপ্রাসঙ্গিক কলের রিপোর্ট করতে পারবেন।

এই সুবিধা পেতে এপের নতুন ভার্সনটি  http://corona.gov.bd  ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।

দুর্যোগময় পরিস্থিতিতে সকলের উচিত সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। অথচ এই পরিস্থিতিতেও দেশের মানুষের কথা চিন্তা না করে নারীকন্ঠ পেয়েই উত্যক্ত করা হচ্ছে। অনেকে অপ্রাসঙ্গিক কথা বলছে। ফলে হটলাইন অহেতুক ব্যস্ত হয়ে যাচ্ছে এবং ওই মুহূর্তে যাদের প্রয়োজন তারা সাহায্য পাচ্ছেন না।

যে সকল কলের জন্যে অভিযোগ আসবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যেই ১০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

Urby Saraf Anika:
Related Post