X

সড়ক দুর্ঘটনায় নিহত ডা. তনিমা ইয়াসমিন তিয়াশা সহ তিনজন

১৮ জানুয়ারী, ২০২০ 

নিজস্ব প্রতিবেদক

যশোরে সড়ক দুর্ঘটনায় ডাঃ তনিমা ইয়াসমিন পিয়াশাসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন শিশুসহ আরো দুইজন। তাদের বহনকৃত প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারে আঘাত করলে রাত ২টার দিকে যশোর শহরের বিমান অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কাজল কান্তি মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- যশোর শহরের লোন অফিসপাড়ার ইয়াসিন আলীর মেয়ে ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা (২৫), তানজিলা ইয়াসমিন ইয়াশা (৩০) ও পুত্রবধূ তিথী (৩৫)।
এছাড়া আহতরা হলেন- নিহত তিথীর শিশু সন্তান মনিরুল (০৪) ও নিহত পিয়াসার হবুস্বামী হৃদয় (৩০)।

নিহত ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা যশোর আদ্-দ্বীন হাসপাতালে কর্মরত ছিলেন।

দেড় বছর আগে শফিকুল ইসলাম জ্যোতি ও ডা. তনিমা ইয়াসমিন পিয়াশার বিবাহ হয়। আগামী ২৩ জানুয়ারি নববধূকে ঘরে তুলে নেয়ার কথা ছিল।

শুক্রবার রাতে শহরের আত্মীয়স্বজনকে দাওয়াত দিতে বের হয়েছিলেন পরিবারের সাত সদস্য। বর শফিকুল ইসলাম জ্যোতি নিজেই প্রাইভেটকারের চালক ছিলেন।

আগামী বৃহস্পতিবার পিয়াসার বিয়ের অনুষ্ঠান ছিল। ওই বিয়ের দাওয়াত দিয়ে ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনার সময় প্রাইভেটকারযোগে পরিবারের সদস্যরা শহরে আসছিলেন। পথে বিমানমোড়ে পৌঁছালে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে আরোহীরা গুরুতর আহত হয়।
হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। আহত শিশু মনিরুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জামিল সিদ্দিকী: A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Related Post