X

স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নের দৃষ্টান্তে কয়েকজন স্বপ্নবান উদ্যমী চিকিতসক

If যদি is হয়, But কিন্তু not নয়  – এরকম ধাঁধা বা চুটকি জীবনে শুনেননি, এমন কাউকে বোধহয় খূঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। এরকম অকিঞ্চিৎকর একটি ধাঁধাঁর শব্দগুলো নিয়ে কি আমরা বিশেষভাবে কখনো ভেবেছি? তেমনি and ও or শব্দ দুটিও যে কতখানি মহার্ঘ হয়ে উঠতে পারে তা এই ট্রেনিং-এ না এলে কে জানাতো বলুন।

যেমন, Google-এর মতো একটা সার্চ ইঞ্জিন থেকে যদি একটা specific বিষয় খূঁজে বের করতে হয়, তাহলে তা হবে সমুদ্রে নুড়ি খোঁজার মতো। ধরুন royal bengal tiger or bangladesh লিখে আপনি যতগুলো অার্টিকেল পাবেন, royal bengal tiger and Bangladesh   লিখলে তার সংখ্যা অনেক কমে যাবে। তা তো আমার অজ্ঞাত ছিল এতদিন। আর এভাবেই আমরা পেয়ে যেতে পারি, ছেঁকে নিতে পারি আমাদের অন্বিষ্ট বিষয়াদি।

 

 

একজন স্বপ্নবান মানুষ


সারা উপজেলায় সরকারি-বেসরকারি স্থাপনা মিলে ৪৫০০ ডেলিভারী হয়েছিল। তন্মধ্যে ৪৪১৪ টি ডেলিভারি হয়েছে একটি স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রতিষ্ঠানটির নাম জানেন? চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স। শুধুমাত্র একজন ব্যক্তির স্ব-উদ্যোগে, সুপরিকল্পনায় ও নিষ্ঠায় প্রতিষ্ঠানটি এগারোবার জাতীয় পুরস্কার পেয়েছে। ভাবা যায়? তিনি ডক্টর ইমদাদ। আমাদের সৌভাগ্য হয়েছিল সেই দেশপ্রেমিক, স্বপ্নবান মানুষটিকে কাছ থেকে দেখার, তার বড় হবার, বেড়ে ওঠার গল্প খোদ তার কাছ থেকেই শোনার। এটা আমার জন্য একটা বড় পাওয়া।

বাংলাদেশি বৈজ্ঞানিক

ওখানকার প্রধান আকর্ষণ ছিলেন ডক্টর ইকবাল আনোয়ার। তিনি আইসিডিডিআরবি’র সাইনটিস্ট ও রিসার্চার। বাংলাদেশে এজাতীয় মানুষের সংখ্যা খুব কম। এই গুরুগম্ভীর কাজে লিপ্ত মানুষটির ভেতরে যে কতখানি তীব্র রস আছে, তা তাঁর ভাষণ না শুনলে অনুধাবন করা যাবেনা। কিছুক্ষণ পরপরই বলেন, ‘এ-প্রসঙ্গে আমার একটি গল্প মনে পড়ে গেলো’- আর এই বলে তিনি কত গল্প যে আমাদের শুনিয়েছেন। প্রতিটি গল্পই ছিল রসাত্মক, নাটকীয়তায় পূর্ণ। আর, তাঁর গল্প বলার ধরণ, শব্দচয়ন ও স্বরক্ষেপণে ছিল অভাবনীয় মুন্সীয়ানার ছাপ। স্যারের এই কথকরীতি আমাদেরকে সবসময় চাঙ্গা রেখেছে, মনযোগী হতে সাহায্য করেছে।

কথায় আছে, যারা সিরিয়াস বিষয় নিয়ে চর্চা করেন, তাদের রসবোধ ও রম্যভাবনা অত্যন্ত উচ্চমার্গের হয়। স্যারের কথা বলতে গিয়ে আমারও একটি গল্প বলতে ইচ্ছে হচ্ছে।

আলবার্ট আইনস্টাইন যখন তাঁর আপেক্ষিকতত্ত্ব প্রকাশ করেন, তখন সেটা সম্যক বুঝতে পারতেন সারা পৃথিবীতে মাত্র ১২জন। আমাদের সত্যেন বোসও ছিলেন সেই বারো ভূঁইয়ার একজন। তো, আইনস্টাইন যখন তাঁর বিজ্ঞান বিষয়ক বক্তৃতা করতেন, তখন দর্শক থাকতো মাত্র হাতে গোনা। কিন্তু তাঁর আরেকটি বিরল গুণ ছিল। তিনি ছিলেন একজন নামকরা বেহালা বাদক। সেইসময় তার বাদন শোনার প্রতিটি টিকেটের দাম ছিল ৭২ ডলার। কিন্তু তাসত্ত্বেও তার প্রতিটি শো থাকতো হাউজফুল।

স্যার যে আমাদের ‘আইনস্টাইন’।

 

 

আমাদের ‘জাহিদ’

সেই সাইনটিস্ট স্যারও বলে গেলেন, স্বীকার করে গেলেন, মৌলভীবাজারের এমওসিএস ডাক্তার জাহিদ আইটি সেক্টরের একজন বিশেষজ্ঞ হয়ে উঠেছে।

জাহিদ আমাদের ‘ড্যাশবোর্ড’ শিখিয়েছে। স্ব-চেষ্টায় ও স্বনিষ্ঠ হয়ে প্রত্যন্ত অঞ্চলে থেকেও যে জাতীয় মানের কাজ করা যায়, জাহিদ তা আমাদের তা দেখিয়ে দিল। আমাদের সৌভাগ্য, আমরা জাহিদের সমকালে, জাহিদের সঙ্গে কাজ করেছিলাম।

এগিয়ে যাও জাহিদ।

 

লেখক ঃ বিনেন্দু ভৌমিক,Upazilla Health & Family Planning Officer (UH&FPO)

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

View Comments (2)

Related Post