X

মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ঢাকার মৌচাকের সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজন করছে ফ্রি মেডিকেল ক্যাম্প।
এতে উক্ত হাসপাতালের স্বনামধন্য চিকিৎসকরা আগামী ১৮ ফেব্রুয়ারি রোজ শনিবার বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করবেন।

এতে ডায়াবেটিস, শিশুরোগ, ডেন্টাল ও ডায়েটেশিয়ান বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরামর্শ প্রদান করবেন।

এছাড়া রয়েছে বিনামূল্যে রক্তের সুগার পরীক্ষা, সকল পরীক্ষায় ২০% ছাড় এবং দ্বিতীয় সাক্ষাতকার (ফলোআপ ভিজিট) ফ্রি।

রোগী নিবন্ধনের জন্য: ০১৯৬৯-৬১০৪০৮, ০১৯২৭-৩৩৩০০০।

Banaful:

View Comments (29)

  • 01942606746,
    01816401311,
    01632934699,
    01923852874,
    01515217750-- bikash No.
    Bank a/c : DBBL:: 105.101.213253
    Foreign Exchange Branch,
    Motijheel, Dhaka.

  • হু হু হু
    হা হা হা
    তাইলে কোন উকিলরে কন যে মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি রিট টা করে দিক

  • আমরা নির্লজ্জ
    আমরা ত মাইর খাবই
    আমাদের বিরুদ্ধ আইন হবেই
    আর আমরা ফ্রি medical camp করে বেড়াব।

  • আবার ফ্রী ক্যাম্প! আমাদের বোধোদয় কি কোনও কালেই হবেনা???

  • এতো ফ্রী দিয়া কি হইবো??
    Treatment failure হইলে কিন্তু ভুল চিকিৎসার অপবাদ নিয়া পেরা খাইতে হইবো।।।

  • ফ্রি বাদ দেন ভাই।
    সবার হাতে পায়ে ধরি

  • ছি ছি!!
    কি নির্লজ্জ!
    বেহায়া!!
    ছোটলোক!!
    আবার ফ্রিক্যাম্প??
    এই আবালদের জন্যেই সব প্রতিবাদ- আন্দোলন বেহেস্তে যাচ্ছে।।।।

    আইনের খসড়াটা আগে পড় বেটা,
    সারা জীবন ফ্রি ক্যাম্প আর জেলখানার ফ্রি ডাল-ভাতই কপালে ঝুটবে ।।।।

  • Atto kisu hober (doc ra mair khasse,)por o, free camp er voot matha theke name nai doc der !eta ki beshi valo manushi naki onnokisu j bujhlam na..! Nillojjar akta limit thaka uchit. Shame to our spineless doc socity

Related Post