X

স্বাস্থ্যকর্মীদের জন্যে বিনামূল্যে এয়ার টিকেট

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১৯ মে, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান। তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে, চিকিৎসকসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। এভাবে ক্রমাগত তাঁরা আক্রান্ত হতে থাকলে দেশের চিকিৎসাসেবা কার্যক্রম হুমকির মুখে পড়বে!

চলমান করোনা মহামারির এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় ‘ফ্রন্টলাইনার’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন চিকিৎসক, নার্সসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীরা। তাঁদের জন্যে এবার বিনামূল্যে এয়ার টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। ফলে ডাক্তার, নার্সসহ চিকিৎসাসেবার সঙ্গে জড়িত ব্যক্তিরা করোনায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবায় সহায়তা করতে দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত যাতায়াত করতে পারবেন।

আগামী ১ জুন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট চালু হওয়া সাপেক্ষে এক কোটি টাকা মূল্যের তিন হাজারের অধিক টিকিট বিনা মূল্যে প্রদান করা হবে। এই সুবিধা পেতে নভোএয়ার ওয়েবসাইটে সংযুক্ত থাকা আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন,

“করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে সামনে থেকে যেভাবে নিরলসভাবে সেবা দিচ্ছেন, তাঁদের জানাই গভীর শ্রদ্ধা। সারা দেশে চিকিৎসাসেবার কাজকে আরও বেগবান করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

প্রসঙ্গত, ‘ফ্রন্টলাইনার’ হিসেবে কাজ করা ডাক্তার, নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীর পাশে দাঁড়ান। কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি না করে করোনা মোকাবেলায় তাঁদের সহায়তা করুন, সাহস যোগান। দেশকে করোনামুক্ত করতে এঁদের অগ্রণী ভূমিকাই মুখ্য!

অংকন বনিক:
Related Post