X

কুমিল্লায় এতিম বাচ্চাদের পাশে দাঁড়ালো মেডিসিন ক্লাব, সেন্ট্রাল মেডিকেল কলেজ ইউনিট

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১৯ মে, ২০২০

বর্তমানে করোনা ভাইরাস মোকাবেলায়  সারাবিশ্বের মতো বাংলাদেশও এখন হিমশিম খাচ্ছে, যার ফলে অর্থনৈতিক মন্দা আর দারিদ্রতার জন্য অনেক অসহায় মানুষের স্বাভাবিক জীবনযাপন স্থবির হয়ে পড়ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের এতিমখানাগুলোও বর্তমানে অসহায় অবস্থায় আছে। তাই  ব্যতিক্রম কিছু আয়োজন করতে এইবার  কুমিল্লার একটি এতিমখানা, ‘দারুল আরকাম মাদ্রাসা ও এতিমখানা’র জন্য যাকাত ফান্ড নিয়ে ছুটে যায় মেডিকেল ছাত্রছাত্রীদের সংগঠন মেডিসিন ক্লাব, সেন্ট্রাল মেডিকেল কলেজ ইউনিট। ঈদের আনন্দ এতিমখানার বাচ্চাদের মাঝে বিলিয়ে দিতে সেখানে অবস্থানরত সকল অসহায় বাচ্চাদের জন্য  ঈদের পাঞ্জাবীর কাপড় ও নগদ অর্থ উপহার প্রদান করে সহায়তা করা হয়। ‘মেডিসিন ক্লাব সেমেক ইউনিট’র অন্যান্য মেডিসিনিয়ানেরাও সেখানে উপস্থিত ছিলেন।

মেডিসিন ক্লাব- মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজসেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। সংগঠনটি জানায়,

“তাদের এই অনুদান পুরোটাই এসেছে মেডিসিন ক্লাব সেন্ট্রাল মেডিকেল কলেজ ইউনিটের বর্তমান সদস্যগণ,  সাবেক উপদেষ্টামণ্ডলী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে। তাছাড়া এই যাকাতের অর্থ ক্লাবের বর্তমান ও সাবেক সদস্যদের অনেকের পরিবার ও বন্ধুবান্ধব নিজ আগ্রহেই এই ফান্ডে জমা দিয়েছেন।”

বর্তমানে লক-ডাউনের কারনে মেডিকেল কলেজ বন্ধ রয়েছে, তাই প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে বিকাশের মাধ্যমে অনুদান দিয়ে  এই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ক্লাবের প্রত্যেক সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা তাদের ঈদের  জন্য জমানো টাকা যাকাত হিসেবে এই এতিমবাচ্চাদের জন্য খরচ করতে পেরে খুবই আনন্দিত।

মেডিসিন ক্লাব, সেমেক ইউনিটের বর্তমান সেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান,

“প্রায় প্রতি রমজানেই ইফতার ও ঈদ উপহার চেষ্টা করা হলেও করোনার এই দুর্দিনে এতিম বাচ্চাদের খাদ্য ও পোষাক আশাকের কষ্টের কথা বিবেচনা করে এই যাকাতের উদ্যোগ নেওয়া হয়েছে।”

তারা আশা করছে, প্রত্যেকটা মেডিকেলের ছাত্রছাত্রীরা যদি তাদের আশেপাশের অসহায় গরীব মানুষ ও এতিম বাচ্চাদের মাঝে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, তাহলে এই অসহায় মানুষগুলো তাদের স্বাভাবিক জীবনযাপনে কিছুটা হলেও ফিরতে পারবে।

­

মেডিসিন ক্লাব, সেন্ট্রাল মেডিকেল ইউনিটি প্রতিষ্ঠালগ্ন থেকেই গরীব অসহায় মানুষদের মাঝে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে আসছে। এই মানুষগুলোর জন্য মেডিকেল কলেজে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, বিনামূল্যে ব্লাড ডোনেশন, ফ্রি ভ্যাক্সিনেশন ও শীতবস্ত্র বিতরণ সহ নানা ধরনের সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে। তাছাড়াও  এইবার লক-ডাউনের সময় অসহায় পরিবারদের মাঝে প্রায় ৫৮০০০/- টাকার ত্রাণ সামগ্রী বিলিয়েছে এই সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক/ আশরাফ মাহাদী

অংকন বনিক:
Related Post