X

সেশনজট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে সিলেটে শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

প্ল্যাটফর্ম নিউজ, ১ নভেম্বর ২০২০, রবিবার

সেশনজট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের আন্দোলন চলছে সারাদেশ জুড়ে।

আজ ১ নভেম্বর সকাল ১১ঃ৩০ থেকেই সিলেটের প্রাণকেন্দ্র শহীদ মিনারের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সেখানে উপস্থিত ছিলেন মেডিকেলের ১ম, ২য় ও ৩য় প্রফেশনাল পরীক্ষার শিক্ষার্থীরা।
তারা কয়েকটি দাবি তুলে ধরে অবস্থান কর্মসূচি পালন করেন।

তাদের দাবিগুলো হলঃ
১. করোনাকালীন সময়ে ঝুঁকি নিয়ে সেকেন্ড ওয়েভ এর মহামারীর মধ্যে প্রফ নয়।

২. সেশনজট নিরসন করে যথা সময়ে কোর্স সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৩. প্রাইভেট মেডিকেল কলেজগুলোয় করোনায় কার্যক্রম বন্ধ থাকাকালীন সময়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ মাসের অতিরিক্ত বেতন নেওয়া যাবে না।

৪. করোনাকালীন সময়ে আমরা শিক্ষার্থীরা কোনভাবেই স্বাস্থ্য ঝুঁকি নিতে রাজি নই। কোন শিক্ষার্থী প্রফ দিতে এসে করোনায় আক্রান্ত হলে এর দায়ভার কর্তৃপক্ষকেই নিতে হবে।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন,

“আমরা এই করোনাকালীন সেকেন্ড ওয়েভের সময়ে ঝুঁকি নিয়ে এবং বন্ডসই দিয়ে প্রফ দিতে রাজি নয়। কোন পরীক্ষার্থীর যদি অসুস্থ হয়, তাহলে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আরও ৬ মাস পিছিয়ে যাবে। আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে যদি করোনায় আক্রান্ত হয়ে যাই, তাহলে আমাদের জীবনের যেমন ঝুঁকি, তেমনি বন্ডসই দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করায় পরীক্ষাও দিতে পারবো না। আবার সেশনজটের মধ্যে পড়ে যাবো। কর্তৃপক্ষের উচিত সেশনজট নিরসনের জন্য বিকল্প কোনো ব্যবস্থা গ্রহন করা। আর প্রাইভেট মেডিকেল কলেজগুলো এই দীর্ঘ ৭-৮ মাস বন্ধের মধ্যেও নিয়মিত বেতন ও হোস্টেল ফি আদায়ের জন্য চাপ প্রয়োগ করছে। এটা তো আমাদের জন্য অমানবিক!”

আজ সিলেটে প্রায় দুই শতাধিক মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে এ দাবি জানায়।

পরবর্তীতে তারা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন মহোদয়ের সাথে দেখা করে তাদের সমস্যাগুলো তুলে ধরেন।

Sarif Sahriar:
Related Post