X

সিলেবাসের ৫০০ মার্কের পরীক্ষা বাদ দেবার চিন্তা করা হচ্ছে: ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পিএসসি’র চেয়ারম্যান

তথ্য ঃ মিত্রবৃন্দা চৌধুর,প্ল্যাটফর্ম প্রতিনিধি, সিলেট 
মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সুনামগঞ্জ” এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেছেন-

“মেডিকেলের ছাত্রদের সিলেবাসের অতিরিক্ত ৫০০ মার্কের পরীক্ষা দিতে হয়, এটি তাদের জন্য কষ্টকর হয়ে পড়ে, এগুলো তুলে দেবার চিন্তা করা হচ্ছে।”
ড. সাদিক আরও বলেন-

“জুলাইয়ের মধ্যে দেশে সাড়ে ৯ হাজার নার্স, কয়েক হাজার বিসিএস ক্যাডারসহ ২০ হাজার লোক নিয়োগ হবে, পিএসসি সেই লক্ষ্যে কাজ করছে।”

শুক্রবার সকালে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে “মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সুনামগঞ্জ” এর উদ্যোগে আয়োজিত “ঈদ সম্মিলনী” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যাত্রাটা শুরু হয় হঠাৎ করেই। এই জেলার প্রচুর সংখ্যক শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে অধ্যয়ন করলেও তাদের পরস্পরের সাথে পরস্পরের যোগাযোগ ছিল না বললেই চলে। সেই শূন্যতা থেকেই উত্থান হয় “মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সুনামগঞ্জ” এর।

*** অ্যাসোসিয়েশনের ফাংশনাল অ্যাক্টিভিটিজঃ

Motto 1: হেল্থ ক্যাম্প, ডায়াবেটিস ক্যাম্প, আই ক্যাম্প ইত্যাদির মাধ্যমে এই এলাকার মানুষের সুস্বাস্থ্য সংরক্ষণে অবদান রাখা।
Motto 2: অনুপ্রেরণামূলক বিভিন্ন প্রোগ্রামের দ্বারা জেলার স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মানবসেবার মহৎ পথে আসার জন্য উদ্বুদ্ধ করা।
Motto 3: এই পেশার ইতিবাচক দিকসমূহ তুলে ধরার মাধ্যমে জেলা পর্যায়ের চিকিৎসক ও এলাকার মানুষের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা।

*** উল্লেখযোগ্য কার্যক্রমঃ

১. চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের পুনর্মিলনী- ১৯শে জুলাই, ২০১৫।
২. নারায়ণতলায় ফ্রী হেল্থ ক্যাম্প ও ঔষধ বিতরণ- ২৩শে সেপ্টেম্বর, ২০১৫।
৩. ডায়াবেটিস পরীক্ষণ কর্মসূচী- ১৪ই এপ্রিল, ২০১৬।

এরই ধারাবাহিকতায় গত ৮ জুলাই, ২০১৬ ইংরেজী, শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই অ্যাসোসিয়েশনের “ঈদ পরবর্তী মিলনমেলা”। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান সুনামগঞ্জের কৃতী সন্তান ড. মোহাম্মদ সাদিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, জেলা সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল হাকিম, জেলা জাসদ সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ.ত.ম সালেহ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক পরিমল কান্তি দে সহ আরও অনেকে।
সভায় সভাপতিত্ব করেন মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডাঃ সৈকত দাশ।

সম্মানিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সকলকে আগামীর স্বপ্নের সোনার বাংলা গড়তে সুন্দরের পক্ষে কাজ করার আহ্বান জানান।
তারা বলেন- “নৈতিকতার সাথে নিজেদেরকে পরিচালিত করতে প্রত্যেককে নিজের প্রতিও দায়িত্বশীল হতে হবে। টাকা, সম্পদ, ক্ষমতা আর অন্ধকারের জাল ছিড়ে ভালোবাসার বাংলাদেশ বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, সর্বোপরি মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে দিতে হবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সদস্য সাদিকুর তানভীর ও ফারজানা এমি।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সৃজন রায় তীর্থ। এছাড়াও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন মিত্রবৃন্দা চৌধুরী।
এসময় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আলোচনা সভা শেষে অ্যাসোসিয়েশনের উপস্থিত সদস্যদের মাঝে জলখাবার বিতরণ করা হয়। এছাড়াও সভা শেষে আয়োজন করা হয় র‍্যাফেল ড্র ও আনন্দ আড্ডা। র‍্যাফেল ড্র পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সদস্য অনিন্দ্য রায় অন্তু, শামসুর রহমান নিবিড়, বনবীর তালুকদার রক্তিম ও আহমেদ রুবেল।

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post