X

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পালিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এবং চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন প্ল্যাটফর্মের সহযোগিতায়, কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের তত্বাবধানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে আজ পালিত হলো “বিশ্ব জলাতঙ্ক দিবস ২০১৮”।

সকাল ১০টায় কলেজটিতে একটি সায়েন্টিফিক সেমিনারের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকবৃন্দ ডা. তাওফিমা ইসলাম, ডা.শায়লা পারভীন,ডা. জেবুন্নাহার মনি, ডা. রাহুল চক্রবর্তী।

শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন প্ল্যাটফর্মের প্রতিনিধি সাদিয়া মারজান। এছাড়া প্ল্যাটফর্মের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আয়েশা সিদ্দিক শাপলা (৫ম বর্ষ), হাসনাত খান রাজু (৪র্থ বর্ষ) এবং অর্জুন চক্রবর্তী (৩য়বর্ষ)।

প্রথমে জলাতঙ্ক রোগ নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন প্রোগ্রামের কিনোট স্পিকার ডাঃ রাজিউল হক রাফি (ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার,Hospital services management, DGHS)। তিনি তার বক্তব্যে জলাতঙ্ক রোগ সম্পর্কে বর্তমান বিশ্ব ও বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সুন্দরভাবে তুলে ধরেন। জলাতঙ্ক রোগ প্রতিরোধে সকলের করণীয়, কিভাবে এই রোগের শতভাগ প্রতিরোধ সম্ভব সেই ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন।

প্রোগ্রামের সমাপনী বক্তব্য প্রদান করেন কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক ডা.তাওফিমা ইসলাম।

অনুষ্ঠান শেষে সেমিনারে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে সিগনেচার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ওয়েব টিম:
Related Post