X

সিডিসি এর বিশেষ বার্তা, কাপড় দিয়ে মুখ ঢাকুন

৬ই এপ্রিল, ২০২০: আক্রান্ত ব্যক্তির কোন ধরনের উপসর্গ হওয়ার আগেই কোভিড-১৯ এর ভাইরাস ওই ব্যক্তি থেকে ছড়িয়ে যেতে পারে। তাই সংক্রমণ ঠেকাতে মুখ ঢেকে রাখে এমন কাপড় কিংবা মাস্ক ব্যবহার করতে হবে, কমপক্ষে ৬ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ঘন ঘন আপনার হাত ধুতে হবে।

আপনার বাড়িতে পরে থাকা কাপড় যেমন একটি স্কার্ফ বা কাপড়ের ন্যাপকিন থেকে মুখ ঢেকে রাখার মাস্ক তৈরি করা যায়। আপনার নাকের উপরে এবং আপনার চিবুকের নীচে মাস্ক পৌঁছেছে কিনা তা নিশ্চিত করুন।
যেকোনো প্রশ্নের জন্যঃ https://bit.ly/34cFym6

জনসচেতনতায়, সি ডি সি, যুক্তরাষ্ট্র।

নিজস্ব প্রতিবেদক/নিউমুন রাইন রহমান অরভিল

Platform:
Related Post