X

সাবধান হোন, নিজ সুরক্ষার ব্যাবস্থা করুন

লিখেছেন: ডা. আসিফ

গতকাল মুন্সীগঞ্জের একজন সিনিয়র কনসাল্ট্যান্টের উপর হামলা হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নাক কান
গলা বিভাগের সিনিয়র কনসালটেন্ট শেখ মো. মুনির উদ্দীনকে মারধর করেছেন এক রোগীর ছেলে ও তাঁর সঙ্গীরা। গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে জেনারেল হাসপাতালের চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মুন্সীগঞ্জ শাখা আজ বুধবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। সেই সঙ্গে জরুরি চিকিৎসা বাদে সকাল আজ ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে চিকিৎসকরা।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, রাকিব (২২) নামের এক তরুণ গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তাঁর অসুস্থ মাকে নিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের বহির্বিভাগের সিনিয়র কনসালটেন্ট নাক কান
গলার চিকিৎসক শেখ মো. মুনির উদ্দীনের চেম্বারে যান। চিকিৎসক রোগীকে অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এই ঘটনায় রাকিব অসন্তুষ্ট হয়ে ঘণ্টা খানেক পর কয়েকজন সঙ্গী নিয়ে হাসপাতালে এসে চিকিৎসক শেখ মো. মুনির উদ্দীনের ওপর হামলা চালান।
জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাখাওয়াত হোসেন জানান,
হামলার ফলে চিকিৎসক শেখ মো. মুনির উদ্দীন চোখে আঘাত পেয়েছেন। বহিরাগতরা কোনো কারণ ছাড়াই হাসপাতালে ঢুকে এমন অনাকাঙ্ক্ষিত কাজ করলে চিকিৎসকদের দায়িত্ব
পালন হুমকির মধ্যে পড়ে যাবে। হামলার প্রতিবাদে আজ তাঁরা মানববন্ধন ও এক ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেন। ওসি ইউনুচ আলী জানান, চিকিৎসকের ওপর হামলার অভিযোগে রাকিবের সহযোগীকে মিঠুকে আটক করেছে পুলিশ। অন্য হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।
তারপরো কি হুঁশ হবে না ডাক্তারদের??? এখন কিন্তু আউফবাউ নীতিতে আক্রমণ উপরের দিকে উঠছে। সময় থাকতে সাবধান হোন। নিজেদের সুরক্ষার ব্যাবস্থা করুন।

Banaful:

View Comments (2)

  • কিভাবে সাবধান হব , কেউ বলবেন কি ? পাশে কি ভাড়া করা বডিগার্ড রাখব ?

Related Post