X

সাতক্ষীরা মেডিকেল কলেজের জরুরি বিভাগ চালুর দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ অক্টোবর, ২০২০, শনিবার 

 

গত ২৪ সেপ্টেম্বর, ২০২০, বৃহস্পতিবার হতে সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালু না হওয়া পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা করে। আজ ২১ দিন পরেও কোনো জরুরি বিভাগ চালু হয় নি।

 

গত ১৪ অক্টোবর, ২০২০, বুধবার বেলা সাড়ে ১১ টায় মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয়তলায় ইন্টার্ন ডাক্তারদের কক্ষে এক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেয়া হয়।

 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ৬ বছরেও জরুরি বিভাগ চালু হয় নি। ২০১৪ সাল থেকে জরুরি বিভাগ চালুর দাবিতে মানববন্ধন, স্মারকলিপি ও রক্ত দিয়ে কর্মসূচি পালন শুরু হয়। সেই থেকে আজ পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগ চালুর দাবিতে আন্দোলন সংগ্রাম করে এলেও এখনও চালু হয়নি জরুরি বিভাগ। বিভিন্ন সময় জরুরি বিভাগ চালুর আশ্বাস দিয়ে আন্দোলন থামানো হলেও চালু করা হয়নি জরুরি বিভাগ।

সর্বশেষ চলতি বছরের গত ২৪ সেপ্টেম্বর জরুরি বিভাগ চালুর দাবিতে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা। কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে দফায় আলোচনায় বসেও জরুরি বিভাগ চালুর বিষয়ে কোনো আশানুরূপ সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। একপর্যায়ে তারা কর্মবিরতিসহ বিক্ষোভ কর্মসূচি পালন শুরু করলে, গত ২৯ সেপ্টেম্বর জরুরি সভার আয়োজন করা হয়। সভায় মেডিকেল কলেজের অধ্যক্ষ, সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, মেডিকেল তত্ত্বাবধায়ক ও ইন্টার্ন চিকিৎসক প্রতিনিধিদের উপস্থিতিতে ৭ দিনের মধ্যে জরুরি বিভাগ চালুর সিদ্ধান্ত নেয়া হয়। এরই প্রেক্ষিতে গত ১১ অক্টোবর জরুরি বিভাগ উদ্বোধনের তারিখও ঘোষণা করা হয়। কিন্তু এখনো তার বাস্তবায়ন হয়নি। কিন্তু আদৌ তা বাস্তবায়ন হয়নি।

যত দিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালু না হবে তত দিন ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করবেন এবং জরুরি বিভাগ চালু না হলে পরবর্তীতে তারা কঠোর কর্মসূচি পালন করবেন বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।

ইন্টার্ন চিকিৎসকরা এ সময় যাতে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালু হয় সে জন্য প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসক রফিকুল ইসলাম মেহেদী, তানজিলা খাতুন, নয়ন চন্দ্র হালদারসহ ৩০ জন ইন্টার্ন চিকিৎসক উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান জানান, জরুরি বিভাগ চালুর পক্ষে অবস্থান নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ জানান, আগামী ১৫ দিনের মধ্যেই প্রয়োজনীয় জনবল পাওয়া গেলে জরুরি বিভাগ চালু হবে।

 

প্ল্যাটফর্ম রিপোর্টার/ সাদিয়া কবির

 

Gowri Chanda:
Related Post