X

সাতকানিয়ায় স্বল্প খরচে এম্বুলেন্স সেবা চালু করছেন ডা. মোরশেদ আলী

প্ল্যাটফর্ম নিউজ, ৩ সেপ্টেম্বর, ২০২০, বৃহস্পতিবার 

সাতকানিয়া উপজেলার স্বাস্থ্য সেবাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন পরিকল্পনার অংশ হিসেবে স্বল্পখরচে এম্বুলেন্স সেবা চালু করতে যাচ্ছেন ডা. মোরশেদ আলী। ২ সেপ্টেম্বর (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ কথা জানান।

ছবিঃ প্রতীকী

গতানুগতিক এম্বুলেন্স সেবা হতে এটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। এই এম্বুলেন্স এর মালিকানা থাকবে সাতকানিয়ার জনগণের হাতে। অর্থাৎ জনগণের জন্য এটি হবে “আমার এম্বুলেন্স”। এম্বুলেন্সে প্রাথমিক সুরক্ষা সামগ্রী হিসেবে থাকবে- অক্সিজেন, নেবুলাইজার, সুগার মাপার মেশিন, অগ্নি নির্বাপক ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্র। শুধুমাত্র জ্বালানি ও মেইনটেইনেন্স ব্যয় আদায় করা হবে ব্যবহারকারীর কাছ থেকে। তাই প্রচলিত ভাড়া থেকে অনেক কম টাকায় এটি ব্যবহার করা যাবে বলে জানান ডা. মোরশেদ আলী। এছাড়াও সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অনুদানে সম্পূর্ণ বিনা খরচে এটি একবার ব্যবহারের সুযোগ পাওয়া যাবে এবং অন্যান্য সময় যথারীতি কম খরচে ব্যবহারের সুযোগ রয়েছে।

সকলের অনুদানে প্রথমে একটি উন্নতমানের এম্বুলেন্স দিয়ে এই সেবা চালু করা হবে, যা পরবর্তীতে চাহিদার ভিত্তিতে সম্প্রসারিত করা হবে।
এ সম্পর্কে ডা. মোরশেদ আলী বলেন,

“যখন রোগী সংকটাপন্ন থাকে এবং প্রতিটি মুহূর্ত মূল্যবান, তখন দ্রুত গতিতে এগিয়ে আসা এম্বুলেন্স আমাদের আশার আলো দেখায়। ধনী, গরীব সবাই যেন এই আশায় বুক বাঁধতে পারে যে আমার একটি এম্বুলেন্স আছে তাই এই উদ্যোগ।”

সকলের সহযোগিতার “আমার এম্বুলেন্স” দ্রুত আলোর মুখ দেখবে বলে আশা রাখেন ডা. মোরশেদ আলী।

Sayeda Alam:
Related Post