X
    Categories: নিউজ

শ্রবণ প্রতিবন্ধীদের কল্যাণে চালু হচ্ছে “কক্লিয়ার ইমপ্ল্যান্ট কার্যক্রম”

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশে জাতীয় নাক কান গলা ইন্সটিটিউট ও হাসপাতাল, তেজগাঁও, ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এর উদ্যোগে শ্রবণ প্রতিবন্ধীদের কল্যাণে চালু হয়েছে “কক্লিয়ার ইমপ্ল্যান্ট কার্যক্রম”। এই কর্মসূচীর মাধ্যমে সম্পূর্ণ বধির শিশু যারা হিয়ারিং এইড ব্যবহার করেও কানে শুনতে পারেনা তাদেরকে সার্জারির মাধ্যমে সরকারী অর্থে যন্ত্রটি প্রদান করা হবে। ডিভাইস বরাদ্দ পাওয়া ও সার্জারির মাধ্যমে কানে স্থাপনের জন্যে আগ্রহী শ্রবণ প্রতিবন্ধী ২-৫ বছরের শিশু রোগীদের অভিভাবকগণের পক্ষ থেকে আবেদন আহবান করা হচ্ছে।

যোগাযোগ করুন:
রুম নং ৩২২, ৩য় তলা
পরিচালকের কক্ষ
জাতীয় নাক, কান গলা ইন্সটিটিউট ও হাসপাতাল
লাভ রোড,তেজগাঁও শিল্প এলাকা
ঢাকা ১২০৮

সময়: সকাল ৯:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত ( বন্ধের দিন ব্যতীত)

আবেদনপত্র সংগ্রহ করার শেষ তারিখ: ৩০ মে ২০১৮
আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ: ১৫ জুন ২০১৮

ফয়সাল আবদুল্লাহ:
Related Post