X

শেষ মুহূর্তের প্রস্তুতিঃ এফসিপিএস পার্ট ওয়ান (মেডিসিন) ১

FCPS Part 1 in MEDICINE :- প্রস্তুতিসহায়ক লেখা অভিজ্ঞতার আলোকে (প্রথম পর্ব)

এফসিপিএস পরীক্ষার বাকি আর মাসখানেকের মত।আশা করি সবারই প্রস্তুতি চলছে। নিজের সামান্য অভিজ্ঞতা থেকে কিছু কথা আলোচনা করছি পেপারভিত্তিক, ইনশাআল্লাহ সবারই উপকার হবে।

প্রতিটি টপিকের জন্য ডেভিডসন এবং অ্যানাটমি-ফিজিওলজি-ফার্মাকোলজি এই দুই ভাগ হিসেবে পড়তে হবে।ডেভিডসন পড়তে হবে ২২তম এডিশন,এই বইয়ের চার্ট, ছবি,বক্স, বক্সের নিচের খুবই হালকা করে কিছু লেখা- অসম্ভব গুরুত্বপূর্ণ।ডেভিডসনের প্রতি চ্যাপ্টারের প্রথম দিকের anatomy, physiology and investigation পার্ট গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক সময়ই সরাসরি লাইন থেকে প্রশ্ন তুলে দেয়।এখন পরীক্ষা আগের চেয়ে বেশ কঠিন হওয়ায় symptomology and diseases মোটামুটি ইম্পরট্যান্টগুলো লাইন বাই লাইন পড়তে হবে।কিছু করার নাই। তবে এটাও প্রিপারেশনের একটা পার্ট কোনগুলো পড়ব বা পড়বনা,সেক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন ও সিনিয়রদের গাইড লাইন কার্যকর,আমি বিষয়ভিত্তিক আলোচনার সময় আরও ডিটেলস বলার চেষ্টা করব।disease এর management সব ডিজিজ থেকে আসে না।তবে management লাগে cardiology তে ভালই,gastro, hemato র কিছু ডিজিজ, আর DM management..ম্যালেরিয়া কালাজ্বর টাইপ মহা ইম্পরট্যান্ট ডিজিজ ছাড়া ডোজেজ শিডিউল ও তেমন লাগে না। ক্লিনিক্যাল ডায়াগনোসিস এর প্রশ্ন আসলে (MCQ 40 টার মধ্যে যদি আসে)এন্সার পারলে ভাল, না পারলে চোখ বন্ধ করে all false দাগাতে পারেন,তাতে সময় বাঁচবে)।
একটি ভাল গাইড বই থেকে বিগত বছরের প্রশ্নগুলো দাগিয়ে নিয়ে পড়া শুরু করা উচিত যাতে কিছু বাদ না যায়। গাইডের উত্তরে অনেক সময় ভুল থাকে, চিন্তার কিছু নাই,নিজেকে কারেক্ট এন্সারটা খুঁজে বের করতে হবে।গাইডের হেল্প লিংকগুলোও বেশ কাজে দেয়। পড়ার সময়ই ইম্পরট্যান্ট কথাগুলো স্টার মার্ক করে রাখার অভ্যাস গড়ে তুলুন, এতে পরে সময় বাঁচবে।mnemonic use করে মুখস্ত রাখতে পারেন। পড়ার প্রিপারেশন ঠিক গতিতে চলছে বুঝবেন তখন যখন আপনি কোরিলেট করতে সমর্থ হবেন।

anatomy, physiology, pharmacology- এমবিবিএস লেভেলে যেখান থেকে পড়েছেন সেখান থেকে ঝালাই করতে হবে। তবে ফিজিওলজিতে Endocrinology পড়তে Ganong লাগে প্রায় পুরাটাই, cardio and respi লাগে কিছু কিছু।pharmacology নিয়ে মাথা খারাপ করার দরকার নাই, topic wise পড়তে গেলে chapter এর relevant pharmacology-drug names,indication,contraindication, side effects, in a few case mechanism পড়তে হবে।

পরীক্ষা হলে সব প্রশ্ন উত্তর করতে হবে। না পারলে প্রশ্ন ধরন বুঝে all true all false দিতে হবে,যেহেতু নেগেটিভ মার্কিং নাই। টাইম পাওয়া যায় ভালই।single best ৬/৭ টা হলে mcq ভাল হতে হবে, ৮টা হলে খুব ভাল হয়েছে ধরে নিতে হবে। তবে মাথায় রাখবেন পরীক্ষা ৩ দিনের, একদিনের পরীক্ষায় শতক হাকালেও পরের দিন ম্যাগি নুডুলস রান্নার সময়ের মত পুওর পারফর্মেন্সের কোন মূল্য নাই এফসিপিএস পরীক্ষায়। বিশেষ করে ৩ নং পেপারে গিয়ে যখন শরীর আর চলবে না, সেই ব্যাপারটার জন্য আগে থেকেই মানসিক ও পড়াশোনার দিক দিয়ে প্রস্তুত হয়ে থাকতে হবে।
বিগত কয়েক টার্মের প্রশ্ন প্ল্যাটফর্ম ওয়েবে দেয়া আছে,দেখে নিন।

সামনের পর্বগুলোতে Paper 1,Paper 2,Paper 3 নিয়ে আলোচনা করা হবে। চোখ রাখুন প্ল্যাটফর্মের পাতায়।
আগের বছরের সকল পেপারের প্রশ্নের টপিক্সঃ http://www.platform-med.org/?p=4068

ডাঃ নিশরাত জাহান নিশা

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com

View Comments (2)

Related Post