X

শীতার্তদের পাশে মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসক পরিচালিত “ডু সামথিং ফাউন্ডেশন”

২১ ডিসেম্বর ২০১৯

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। গত এক সপ্তাহব্যপী রাজধানী ঢাকা সহ সারাদেশে নিম্নতাপমাত্রা বিরাজমান এবং রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রার নজির পাওয়া গিয়েছে দেশের উত্তরাঞ্চলে, যা কিনা প্রায় ৬ -৮° ডিগ্রি। এমন বৈরি আবহাওয়ায় বেড়ে যাওয়া দুর্ভোগের কথা ভেবে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন “গণস্বাস্থ্য মেডিকেল কলেজের” কতিপয় মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসক দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন “ডু সামথিং ফাউন্ডেশন”।

গত ১৯ এবং ২১ ডিসেম্বর ২০১৯ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার পাগলার হাট চর, উত্তর তিলাই, ঠাকুরগাঁও জেলার ভুল্লী এবং পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সাকোয়া, পামুলি গ্রামের প্রায় পাঁচশত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন তাঁরা।

উল্লেখ্য, চিকিৎসকদের সামাজিক সংগঠন “ডু সামথিং ফাউন্ডেশন” ২০১৬ সাল থেকেই সমাজের অসহায় মানুষের জন্য স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছেন। চলতি বছরের শীতে ৫০০০ জন অসহায় মানুষকে কম্বল বিতরণ করার লক্ষ্য স্থির করে কাজ করে যাচ্ছেন সংগঠনটির স্বেচ্ছাসেবকগণ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সরবরাহ ও স্বেচ্ছাসেবী কার্যক্রম ছাড়াও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল পরিচালনা, চরে স্বাস্থ্যকেন্দ্র পরিচালনাসহ প্রভৃতি নানাবিধ কাজের মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উক্ত সংগঠনের স্বেচ্ছাসেবী মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকগণ।

স্টাফ রিপোর্টার/হৃদিতা রোশনী

Platform:
Related Post