X

শীতার্তদের পাশে দাঁড়ালো মেডিসিন ক্লাব,ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট

আর্তমানবতার সেবায় নিয়োজিত মেডিকেল কলেজের একদল প্রাণোচ্ছল কর্মপ্রাণ তরুণ-তরুণীর হাতে গড়া একটি স্বেচ্ছাসেবী সংগঠন মেডিসিন ক্লাব।শুধু রক্তদান,রক্তের গ্রুপ নির্ণয়,ভ্যাক্সিনেশন, হেলথ ক্যাম্প,সেমিনার ইত্যাদি আয়োজনে সীমাবদ্ধ নয় এই ক্লাবের কর্মপরিধি।দুঃস্থ ও অসহায় মানুষের জীবনযুদ্ধের নানান প্রতিকূল অবস্থায় মেডিসিনিয়ানরা এগিয়ে এসেছে সাহায্য ও প্রীতির হাত বাড়িয়ে।বন্যার্ত, শীতার্ত,পাহাড় ধ্বসে বিপন্ন থেকে শুরু করে নানান প্রাকৃতিক প্রতিকূলতায় জর্জরিত মানুষের জীবনকে একটু সুন্দর ও সহজ করে তুলতে মেডিসিন ক্লাব সর্বদা এগিয়ে।সারাদেশে ২৫ টি মেডিকেল কলেজে নিজস্ব ইউনটের মাধ্যমে মেডিসিন ক্লাব এইসব কার্যক্রম সারা বছরব্যাপী পরিচালনা করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় মেডিসিন ক্লাব, ফমেক ইউনিট প্রতিবারের ন্যায় এবারো রাখলো এক অনন্য ভূমিকা।


ফরিদপুরের অসহায় শীতার্ত মানুষের মধ্যে “শীতবস্ত্র বিতরণ কর্মসূচি” পালিত হলো গত ১৬/০১/২০১৮ তারিখ বিকেলে।মেডিকেল কলেজ প্রাঙ্গনে আয়োজিত এই কর্মসূচি উদ্বোধন করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এস এম খবীরুল ইসলাম স্যার।স্যারের শুভেচ্ছা বক্তব্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। বক্তব্যে মেডিসিন ক্লাবের সমাজসেবামূলক কাজের প্রশংসা করে স্যার বলেন,’ আমি মেডিকেল কলেজের পক্ষ থেকে মেডিসিন ক্লাবের সকল সদস্যকে সাধুবাদ জানাচ্ছি।তারা পড়াশুনার পাশাপাশি এ ধরণের কাজে আরো অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করছি।আমি কলেজ প্রশাসনের পক্ষ থেকে তাদের যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবো।’

ইউনিটের সভাপতি সুকান্ত রায় এবং সাধারণ সম্পাদক তূণীর চৌধুরী কুশল ছিলেন সার্বিক তত্ত্বাবধানে। সুকান্ত রায় নিরলস পরিশ্রম করে এই প্রোগ্রাম সফল করার জন্যে ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান।সাধারণ সম্পাদক তূণীর চৌধুরী জানান,’ মেডিসিন ক্লাব একটি পরিবার।গণমানুষের দুঃখ-দুর্দশা লাঘবে মেডিসিনিয়ানরা সর্বদা নিয়োজিত।আমি আগত সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কার্যক্রমে উপস্থিত হয়ে উৎসাহ প্রদান করার জন্যে।’

এসময় উপস্থিত ছিলেন মেডিসিন উপদেষ্টা ডাঃ নূর মোঃ কাওসার আবিদ, আদিবা তাসনিম , সহ-সভাপতি ঐত্রী মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত সাহা রাজন, সাংগঠনিক সম্পাদক ঈশানী সরকার বিন্দু,সহ-সাংগঠনিক সম্পাদক পিয়াস শর্মা সহ অন্যান্য সকল মেডিসিনিয়ানরা।এতে বিশেষ মাত্রা যোগ করেছে কলেজের সর্বকনিষ্ঠ ব্যাচ এফ-২৭ এর নবীন মেডিসিনিয়ানদের উপস্থিতি।প্রায় দুইশ মানুষের কাছে এই প্রচন্ড শীতে সবচেয়ে প্রয়োজনীয় বস্তু কম্বল তুলে দেয়া হয় সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে। কলেজের গরীব স্টাফদের হাতেও তুলে দেয়া হয় শীতবস্ত্র।

ফয়সাল আবদুল্লাহ:
Related Post