X

লিখিত নোটিশ ছাড়া রাজপথ না ছাড়ার দাবী শিক্ষার্থীদের

প্ল্যাটফর্ম নিউজ, ৩ নভেম্বর ২০২০, মঙ্গলবার 

সেশনজট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে টানা দ্বিতীয় দিনের মত আন্দোলন করছে ১ম, ২য় ও ৩য় প্রফেশনাল পরীক্ষার মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা।

আজ সকাল থেকে মহাখালীতে অবস্থান করছেন মেডিকেলের ১ম, ২য় ও ৩য় প্রফেশনাল পরীক্ষার শিক্ষার্থীরা। তাদের দাবি গুলো হলঃ

১. করোনাকালীন সময়ে ঝুঁকি নিয়ে সেকেন্ড ওয়েভ এর মহামারীর মধ্যে প্রফ নয়।

২. সেশনজট নিরসন করে যথা সময়ে কোর্স সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৩. প্রাইভেট মেডিকেল কলেজগুলোয় করোনায় কার্যক্রম বন্ধ থাকাকালীন সময়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ মাসের অতিরিক্ত বেতন নেওয়া যাবে না।

৪. করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা কোনভাবেই স্বাস্থ্য ঝুঁকি নিতে রাজী নয়, বন্ড সই দিয়ে কোনো পরীক্ষা নয় এবং কোনো শিক্ষার্থী প্রফ দিতে এসে করোনায় আক্রান্ত হলে এর দায়ভার কর্তৃপক্ষকেই নিতে হবে ইত্যাদি ৪ দফা দাবি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে যান। সেখানে কর্তৃপক্ষের যথাযথ সাড়া না পেয়ে শিক্ষার্থীরা অবস্থান নেয় মহাখালীতে।

আন্দোলনরত অবস্থায় পুলিশ বাধা দিলে তারা জানান লিখিত কোনো নোটিশ ছাড়া কেউ রাজপথ ছাড়বেন না।

Silvia Mim:
Related Post