X

লকডাউন শেষ হওয়ার পর উহানে প্রথম করোনা ভাইরাসের ‘ক্লাস্টার সংক্রমণ’

প্ল্যাটফর্ম নিউজ, ১২ মে ২০২০ মঙ্গলবার

বিশ্বব্যাপী মহামারী সৃষ্টিকারী করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে একমাস আগে তুলে দেওয়া হয়েছিল লকডাউন এর পরেই এই প্রথম সেখানে ‘ক্লাস্টার’ বা গুচ্ছ আকারে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

বিবিসি জানায়, ১১ মে (সোমবার) উহানে নতুন পাঁচ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে ১০ মে (রবিবার) প্রথম একজনের কোভিড-১৯ ধরা পড়ে। আক্রান্ত পাঁচজন সবাই একই আবাসিক কম্পাউন্ডের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন ৮৯ বছর বয়সী এক ব্যক্তির স্ত্রী রোববার প্রথম এই ব্যক্তির দেহেই ভাইরাস সংক্রমণ ধরা পড়ে।

গত ৮ এপ্রিলে কঠোর লকডাউন তুলে দিয়ে উন্মুক্ত করা হয়েছিল চীনের হুবেই প্রদেশের উহান শহর।আর উহানে এখন গুচ্ছ সংক্রমণে ভাইরাসটি আবার ফিরে এল।
তবে চীন এ ধরনের আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবে যোগ করে না। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৯১৮ এবং মারা গেছে ৪ হাজার ৬৩৩ জন।

সংক্রমণের নতুন খবরটি শহরটিতে আবারও ভাইরাসটির প্রকোপ বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এই মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কাজটি খুব কঠিন হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন – উহান স্বাস্থ্য কতৃপক্ষ।

নতুন যারা আক্রান্ত হয়েছে প্রত্যেকেই ছিলেন ‘উপসর্গহীন’ তাদের জ্বর বা ক্লিনিক্যাল কোনো লক্ষন ছিলনা। পরীক্ষায় তাদের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের কাছ থেকে অন্যরাও সংক্রমিত হওয়ার ঝুঁকি আছে। উপসর্গহীন আক্রান্তের সঠিক সংখ্যা কত তা এখনও জানা যায়নি। সাধারণত স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়মমাফিক চেকিং এবং আক্রান্তদের সংস্পর্শে আসা মানুষদের খুঁজে বের করার মধ্য দিয়ে এ ধরনের আক্রান্তদের শনাক্ত করা হয়।

জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং বলেন, সাতটি প্রদেশে সংক্রমন ধরা পড়েছে এমন খবর পাওয়া গিয়েছে, গুচ্ছ আকারে সংক্রমিত হলে এ সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেতে পারে, এ জন্য সংক্রমণ ও সংক্রমণ মাধ্যম গুলো দ্রুত খুঁজে বের করতে হবে। এর আগে শনিবার উওর-পূর্ব প্রদেশে একটি গুচ্ছের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। শহর গুলোর মধ্যে শুলানে তিনটি সংক্রমণের কথা বলা হয়েছে, শুলানকে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুলানের মেয়র জিন হুয়া বলেন, ”এখন সময়টা যুদ্ধের, আমরা সবাই যুদ্ধের মধ্যে আছি”।

নিজস্ব প্রতিবেদক
সিলভিয়া মীম

Urby Saraf Anika:
Related Post