X

লকডাউনে বিয়ে, অতঃপর পৃথক কোয়ারেন্টাইনে বর-কনে

প্ল্যাটফর্ম নিউজ, ৩ মে ২০২০

করোনা মোকাবেলায় সারাদেশে চলছে লকডাউন, সাথে বন্ধ রয়েছে গণপরিবহনও। এরই মাঝে ঢাকা থেকে চট্টগ্রামের বোয়ালখালী এসে বিয়ে করেছেন এক ব্যাংক কর্মকর্তা।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ঘটনাস্থলে হাজির হয় ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কদুরখীল ইউনিয়নের জমাদার বাড়ির আব্দুল হকের বাড়িতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী।

মোজাম্মেল হক চৌধুরী জানান, ‘করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘরের বাইরে না যাওয়ার এবং সব ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে সরকারের। বোয়ালখালীর ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ সরকারি এসব নির্দেশনা না মেনে কর্মস্থল ঢাকা থেকে গত ২৭ এপ্রিল বোয়ালখালী আসেন। কোয়ারেন্টাইনে না থেকে শুক্রবার একই উপজেলার করলডাঙা ইউনিয়নের এক মেয়েকে বিয়ে করেন।’

এমতাবস্থায়, ভ্রাম্যমাণ আদালত বর আব্দুল্লাহ আল মাহমুদকে ১৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি নবদম্পতিকে ১৪ দিনের পৃথক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে।

তথ্যসূত্র : যমুনা টিভি
নাহিদা হিরা / নিজস্ব প্রতিবেদক

Platform:
Related Post