X

রাজধানীর তিনটি হাসপাতালে হবে পুলিশ সদস্যদের চিকিৎসা

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য রাজধানীতে প্রস্তুত রয়েছে ৩টি হাসপাতালে মোট ৬৫০ শয্যা।
পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ জানিয়েছেন, পুলিশের নিজস্ব হাসপাতালে শয্যা সংখ্যা ২৫০। আর ৪৫০ শয্যার দু’টি হাসপাতাল ভাড়া নেওয়া হয়েছে। ভাড়া করা ওই দুটি হাসপাতাল হলো, ঢাকা মহানগর হাসপাতাল, বংশাল ও ডা. সিরাজুল ইসলাম হাসপাতাল, মগবাজার।

পুলিশের জন্য তাদের নিজস্ব হাসপাতালে ৫০টি আইসিইউ শয্যা প্রস্তুত আছে। এছাড়া ভাড়া করা দুই হাসপাতালের আইসিইউতেও পুলিশ সদস্যদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হবে। নিজেদের হাসপাতালেই পিসিআর ল্যাব বসাচ্ছে পুলিশ, যাতে করোনা পরীক্ষার জন্য অন্য কোথাও যেতে না হয়।

পেশাজীবীদের মধ্যে চিকিৎসক ও নার্সদের পরই সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্য। এরই মধ্যে একাধিক দফায় পুলিশ ফোর্সগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে দিকনির্দেশনা দিয়েছেন আইজিপি। পরিদর্শন করেছেন রাজারবাগ পুলিশ লাইন্স। ফোর্সগুলোর মধ্যে দেওয়া হচ্ছে উদ্দীপনামূলক বক্তব্য যাতে করোনার দিনগুলোতে পুলিশ সদস্যরা দৃঢ় মনোবলের সঙ্গে কাজ করতে পারেন সেই লক্ষ্যে।

নিজস্ব প্রতিবেদক
নিউমুন রাইন রহমান অরভিল

Platform:
Related Post