X

রাজধানীতে বিনামূল্যে কলেরা টিকাদান কর্মসূচির উদ্বোধন

২০ ফেব্রুয়ারি, ২০২০
২০৩০ সালের মধ্যে কলেরা নির্মূলের লক্ষ্য নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা, জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এবং আইসিডিডিআরবি এর উদ্যোগে ঢাকা শহরের কলেরা প্রবণ ছয় এলাকার (মোহাম্মদপুর, আদাবর, কামরাঙ্গীরচর, দারুস সালাম, লালবাগ এবং হাজারীবাগ) ১৬ টি ওয়ার্ডে এক বছরের অধিক বয়সীদের বিনামূল্যে দুই ডোজের কলেরা টিকা প্রদান করা হচ্ছে। প্রথম ডোজটি দেয়া হবে ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে এবং পরবর্তী ডোজ দেওয়া হবে এক মাস পর। নির্ধারিত দিনগুলিতে (শুক্রবার ব্যতীত) টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪ টার মাঝে উপস্থিত হয়ে এই টিকা গ্রহণ করা যাবে।

ছবিতে মোহাম্মদপুরের স্থানীয় বাসিন্দাদের টিকা খাওয়ানো হচ্ছে।

স্বাস্থ্যসেবার সংক্রামক ব্যাধি শাখার পরিচালক শাহনিলা ফেরদৌস এ বিষয়ে বলেন, “প্রাথমিকভাবে আমরা ঢাকা শহরের ছয়টি কলেরা প্রবণ এলাকায় এ কর্মসূচি শুরু করলেও, ধাপে ধাপে আমরা শহরের প্রতিটি মানুষকে কলেরা টিকার আওতায় নিয়ে আসব।”

নিজস্ব প্রতিবেদক/ অভিষেক কর্মকার জয়

Fahmida Hoque Miti:
Related Post