X

রমেক হাসপাতালের পাশে প্ল্যাটফর্ম পিপিই ব্যাংক

৬ এপ্রিল, ২০২০
কোভিড-১৯ এর মহামারী পরিস্থিতিতে সারাদেশের মানুষ যখন আতঙ্কিত, নিজেদের জীবন নিয়ে চিন্তিত, লক-ডাউনে ঘরে বসে নিজেদের নিরাপত্তা বিধান করছেন ঠিক তখনি আমাদের দেশের ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্য কর্মী ঢাল তলোয়ার ছাড়াই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই মহামারীর সাথে মহাযুদ্ধে লিপ্ত হয়েছেন।

তাঁদের এই যুদ্ধেরই সহযোদ্ধা প্ল্যাটফর্ম পিপিই ব্যাংক।

ছবিতে রমেকহার বিভিন্ন ডিপার্টমেন্টে পিপিই সরবরাহ করছে প্ল্যাটফর্ম পিপিই ব্যাংক

প্ল্যাটফর্ম পিপিই ব্যাংক এর উদ্যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শ্রদ্ধেয় চিকিৎসকবৃন্দকে গত ৫ এপ্রিল, ২০২০ রোজ রবিবার ২৫০ সেট পিপিই প্রদান করা হয় যা প্রাক্তন বুয়েটিয়ানদের দ্বারা পরিচালিত মার্কিন ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান অঙ্কুর ইন্ট্যারনেশনাল থেকে সংগ্রহ করা হয়েছে।


এই কাজে সার্বিক সহযোগিতা করেনঃ
ডা. শাহ্ মোঃ সরওয়ার জাহান
অধ্যাপক, মেডিসিন বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।
এবং
ডা. মোঃ আবুল কালাম আজাদ টুটুল
সহকারি অধ্যাপক, মেডিসিন বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

হেরে যাক মহামারী, জিতে যাক চিকিৎসকবৃন্দের এই যুদ্ধ; এগিয়ে যাক প্ল্যাটফর্ম।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

Fahmida Hoque Miti:
Related Post