X

রংপুর মেডিকেল কলেজে যথাযথ মর্যাদার সাথে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি”
“একুশ আমার গর্ব
বাংলা আমার অহংকার”
“মোদের গরব মোদের আশা
আ-মরি বাংলা ভাষা”

১৯৫২সালের মহান ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।
অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা মন্ডলীগণ ২১ তারিখ প্রথম প্রহরে রংপুর মেডিকেল কলেজ শহীদ মিনার চত্ত্বরে পুষ্পস্তবক অর্পন করেন। শহীদ মিনার প্রাঙ্গনে শ্রদ্ধেয় প্রিন্সিপাল প্রফেসর ডা:নূর ইসলাম স্যারের সাথে অন্যান্য ডিপার্টমেন্টের প্রধান,শিক্ষক-শিক্ষিকাগণ এবং দেশী ও বিদেশী শিক্ষার্থীরা কলেজ প্রঙ্গনের সমবেত হয়।


সেখানে শ্রদ্ধেয় প্রিন্সিপাল ডাঃ নূর ইসলাম স্যার, ভাইস প্রিন্সিপ্যাল নুরুন্নবী লাইজু স্যার এবং অন্যান্য ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকামন্ডলী অমর একুশের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস বিশ্বব্যাপী সমাদৃত তাই বিদেশী শিক্ষার্থীদের অংশগ্রহন ছিলো চোখে পড়ার মত।এরপর ইন্টার্ন চিকিৎসা পরিষদের সভাপতি ডাঃ মাসুদূর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক ঃ আব্রার লাবিব জিসান তার সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন।এরপরই ব্যানার হাতে শিক্ষক শিক্ষিকা মন্ডলি সহ শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরের উদ্দেশ্যে শোভাযাত্রা শুরু করে। সকাল ৯ ঘটিকায় রংপুর টাওন হলের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।সেখানে কিছুক্ষন অবস্থান করার পর,সবাই নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আসে।
অমর ২১শে সফল হোক,ভাষা শহীদদের আত্বত্যাগ সফল হোক, সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক বাংলার জয় জয়গান।

প্রতিবেদকঃমোঃ আব্দুল্লাহ আল মামুন
৪৬ তম ব্যাচ
সেসন ২০১৬-২০১৭
রংপুর মেডিকেল কলেজ।

Urby Saraf Anika:
Related Post