X

রংপুর মেডিকেলে কোভিড ইউনিটে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড ইউনিটে রোগীদের জরুরী চিকিৎসা নিশ্চিত করতে ১টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়েছে।

এটি সেন্ট্রাল বা সিলিন্ডার ছাড়াই বাতাসের ২১% অক্সিজেনকে ৯৫% এ পরিণত করে। শুধুমাত্র পাওয়ার সাপ্লাই লাগে এবং তা ১০ লিটার/মিনিট করে দু’জন রোগীকে একই সাথে দেয়া যায়। এক্ষেত্রে অক্সিজেন কিনতে আলাদা অর্থ খরচ এর কোন প্রয়োজন নেই।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. এ কে এম নুরুন্নবী লাইজু, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এর পরিচালক প্রফেসর ডা. ফরিদুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. মাহফুজার রহমান, সার্জারী বিভাগের প্রধান প্রফেসর ডা. বিমল চন্দ্র রায়, সহকারী পরিচালক ডা. মোকাদ্দেম, আইসিইউ ইনচার্জ ডা. জামাল উদ্দিন মিন্টু এবং সার্জারী বিভাগ এর সহযোগী অধ্যাপক ডা. হৃদয় রঞ্জন রায়।

এই কাজে সার্বিক সহায়তা করে ‘ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট’।

নিজস্ব প্রতিবেদক/ সাজ্জাদ আল ওয়াহেদ

Sarif Sahriar:
Related Post