X

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক ২৪ঘন্টার জরুরী বিভাগের উদ্বোধন

রংপুরের সিভিল সার্জন ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম লেলিন, আজ শনিবার দুপুর ১২টায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল (ডক্টরস কমিউনিটি হসপিটাল) এ অত্যাধুনিক ৬বেডের ইমার্জেন্সি ক্রিটিকাল ম্যানেজমেন্ট সুবিধা সম্বলিত জরুরী বিভাগের উদ্বোধন করেন। যেখানে ২৪ঘন্টা জরুরী সেবা প্রদান করা হবে।


উদ্বোধনী অনুষ্টানে তিনি বলেন,বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রংপুরেও এখন বিশ্ব মানের স্বাস্থ্য সেবা পাওয়া যাচ্ছে। দেশের সরকারী ও বেসরকারী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে কাজ করে যাচ্ছে। বেসরকারী প্রতিষ্ঠানগুলোকেও সরকারের আহবানে সাড়া দিয়ে স্বাস্থ্যসেবার মান বাড়িয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের স্বাস্থ্যসেবার মান দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে।

 

এসময় সভাপতির বক্তব্যে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার বলেন আমাদের লক্ষ্যই হচ্ছে বিশ্ব মানের স্বাস্থ্যসেবা স্বল্পমূল্যে এ অঞ্চলের মানুষের দোড়গোড়ায় পৌছে দেয়া। তারই ধারাবাহিকতায় এ জরুরী বিভাগে রয়েছে পেশেন্ট মনিটর, অত্যাধুনিক আইসিইউ বেড, লাইফ সাপোর্ট মেশিন, সেন্ট্রাল অক্সিজেন, সেন্ট্রাল মনিটর, সার্বক্ষনিক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান, দক্ষ ও প্রশিক্ষিত নার্স, পাবলিক রিলেশন অফিসার দ্বারা সেবা নিশ্চিতকরন এবং সিসি টিভি দ্বারা সার্বক্ষনিক মনিটরিং ব্যবস্থা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. আফরোজা বুলবুল, শিক্ষক, চিকিৎসক,কর্মকর্তা,কর্মচারীগন।

 

 

পরে দোয়া ও মুনাজাত করা হয়।

প্ল্যাটফর্ম ফিচার রাইটারঃ উর্বী সারাফ আনিকা
৫ম বর্ষ
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ।

Urby Saraf Anika:
Related Post