X

রংপুর ও রাজশাহী মেডিকেলে শুরু হল করোনা শনাক্তকরণ

২ এপ্রিল, ২০২০: আজ থেকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে আনুষ্ঠানিকভাবে শুরু হলো করোনা ভাইরাস শনাক্তকরণের পিসিআর টেস্ট। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী করোনা ইউনিট ফোন নাম্বার: ০১৭১২১৭৭২৪৪। ইতোমধ্যে দুইজন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। একজন রংপুর মেডিকেলে ভর্তিকৃত সন্দেহভাজন রোগী, অন্যজনের নমুনা গাইবান্ধা থেকে এসেছে।

এর আগে ঢাকার বাইরে প্রতিটা বিভাগে পিসিআর টেস্ট সম্প্রসারণের ঘোষণা দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক।

পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসা ও রোগ নির্ণয় এর কার্যক্রম বুধবার থেকে চালু হয়ে‌ছে। জরুরী প্রয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা চিকিৎসা ও রোগ নির্ণয় কমিটির ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক মনোনিত হয়েছেন।
হটলাইন নম্বরঃ
শনিবারঃ
০১৭১৫-৫৪৫৫৭২, ০১৭৩৪-১৯৫৯৯৯
রবিবারঃ
০১৭৪৪-৫৯৫৮৪২, ০১৭১৬-৫৩৬৬৫৬
সোমবারঃ
০১৭৪৪-৫৯৫৮৪২, ০১৭১৫-৮৪১২৬৬
মঙ্গলবারঃ
০১৭৬৫-৭০৯৪৪০, ০১৭৮২-৯১৬৮৯১
বুধবারঃ
০১৭৩৪-১৯৫৯৯৯, ০১৯১৯-৯৮১৯৪০
বৃহস্পতিবারঃ
০১৭১১-৯৮১৯৪১, ০১৭৪৪-৫৯৫৮৪২
শুক্রবারঃ
০১৭৪৪-৫৯৫৮৪২, ০১৭১২-৫৫৯৬৭৩

নিজস্ব প্রতিবেদক/ওয়াসিফ হোসেন

Platform:
Related Post