X

যাত্রা শুরু-বাগেরহাট মেডিকেল স্টুডেন্টস এন্ড ডক্টরস এসোসিয়েশন

তথ্যপ্রদানেঃদ্বীপ্ত দে
গঠিত হল বাগেরহাট মেডিকেল স্টুডেন্টস এন্ড ডক্টরস এসোসিয়েশন (BMSDA)
গত ০৩ সেপ্টেম্বর, ২০১৭ ইং তারিখে অনুষ্ঠিত হয়ে গেল বহুল প্রতিক্ষিত বাগেরহাট জেলার
ডাক্তার ও মেডিকেল স্টুডেন্ট দের নিয়ে প্রথম ঈদ পূনর্মিলনী। বাগেরহাট সদরে
অবস্থিত হোটেল ক্যাসেল আশারাতে ঈদের ২য় দিন এই মিলনমেলার আয়োজন করা হয়।

এই মিলনমেলায় বাংলাদেশের মেডিকেল কলেজ গুলো থেকে ১০ জন চিকিৎসক এবং ৮০ জন
মেডিকেল স্টুডেন্ট অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ ডা: মোজাম্মেল হোসেন ( সভাপতি,
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন , বাগেরহাট),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবুল মতিন আঁকন (সাধারণ সম্পাদক, বি.এম.এ বাংলাদেশ) ড. মোশাররফ হোসাইন মুক্ত (সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ,
সিনিয়র সহ সভাপতি বি.এম.এ বাগেরহাট)


ঈদের ২য় দিন সকাল ১১টার সময় প্রধান অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন
রাজশাহী মেডিকেল কলেজ এর প্রথম বর্ষের ছাত্র তানভীর হাসান রতন এবং গাজী মেডিকেল
কলেজের ৫ম বর্ষের ছাত্র দীপ্ত দে।

প্রথমে ছাত্র-ছাত্রীদের পরিচিতি মূলক পর্বটি শুরু হয়। এতে প্রতিটা মেডিকেল কলেজের শিক্ষার্থী ডাক্তারগণ তাদের পরিচিতি প্রদান করেন
এবং পূণর্মিলনী নিয়ে তাদের মনোভাব ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রত্যেক ডাক্তার এবং ছাত্র-ছাত্রীদের অ্যাসোসিয়েশন
এর লোগো সম্বলিত চাবির রিং উপহার দেওয়া হয়। এরপর দুপুর ১টার দিকে প্রধান অতিথি, বিশেষ অতিথিরা অনুষ্ঠান স্থানে উপস্থিত হন এবং আসন প্রহণ করেন।নারী ইন্টার্ন চিকিৎসক গণ তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

এসোসিয়েশনের পক্ষ থেকে দিনাজপুর মেডীকেল কলেজের ইন্টার্ণ চিকিৎসক
ড.খান রবিউল আওয়াল প্রিন্স অ্যাসোসিয়েশন এর নানা দিক এবং উদ্দেশ্য সম্পর্কে
অতিথিদের অভিহিত করেন।এছাড়া গাজী মেডিকেল কলেজের পক্ষ থেকে বি.এম খালিদ এরফান আবীর, খুলনা মেডিকেল কলেজের পক্ষ থেকে মোঃ আহশানুল ইসলাম,সাতক্ষীরা মেডিকেল কলেজের পক্ষ থেকে মিয়া আমিনুল ইসলাম অ্যাসোসিয়েশনের
নানা দিক তুলে ধরেন।

ডা: শেখ রিয়াদুজ্জামান (মেডিকেল অফিসার, চেস্ট ডিজিজ ক্লিনিক, বাগেরহাট, ৩৩তম বি.সি.এস)
অনুষ্ঠানের বিভিন্ন দিক নির্দেশনা এবং করণীয় সম্বন্ধে আলোচনা করেন।
অতিথিরা জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে আমাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।তারা বাগেরহাট বিএমএ ভবনের একটি কক্ষ এসোসিয়েশনের জন্য প্রদান করেনএবং ভবিষ্যতে এসোসিয়েশনের যে কোন কাজে সহযোগিতা প্রদানের আশ্বাস
প্রদান করেন।

এরপর প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সোনালী সাহা:
Related Post