X

মুজিববর্ষে ফ্রি ডেন্টাল সেবা পাবে ১০ লক্ষ জনসাধারণ

১২ই ফেব্রুয়ারি, ২০২০ খ্রিস্টাব্দ, বুধবার

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী “মুজিববর্ষ” কে ঘিরে দেশের স্বাস্থ্যখাতে নেয়া হচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটির উদ্যোগে ও সেন্সিটিভ এক্সপার্ট-বাই পেপসোডেন্টের সহযোগিতায় “ওয়ার্ল্ড ওরাল হেল্থ ডে” উপলক্ষে সারাদেশ ব্যাপী তৃণমূল পর্যায়ে ফ্রি ডেন্টাল চেক-আপ কর্মসূচী শুরু হয়েছে। আজ ১২ই ফেব্রুয়ারি, বুধবার, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের বর্তমান অধ্যক্ষ ডা. হুমায়ুন কবীর বুলবুল তাঁর ব্যক্তিগত ফেসবুক ওয়ালে জানান, “ফ্রি ডেন্টাল ক্যাম্পেইনের আওতায় আগামী ১৭ই মার্চ, ২০২০ ইং মুজিববর্ষের সূচনালগ্ন পর্যন্ত সারাদেশব্যাপী প্রায় ১০ লক্ষ জনসাধারণকে ফ্রি ডেন্টাল চেক-আপ সেবা পৌছে দিতে আমরা বদ্ধপরিকর। সকল শিক্ষা-প্রতিষ্ঠান, হাসপাতাল, আগ্রহী সংগঠন (পেশাগত ও অন্যান্য), ডেন্টাল সার্জনগণ (একক/সমষ্টিগত / চেম্বারকেন্দ্রিক/ আঞ্চলিক ) এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সকল শাখাকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হইল।”

নিজস্ব প্রতিবেদক/ হৃদিতা রোশনী

হৃদিতা রোশনী:
Related Post