X

মার্ক হাইপারটেনশন এওয়ার্ড ২০১৭ জিতলেন বাংলাদেশি চিকিৎসক ডা. উম্মে নাঈমা

২৫ অক্টোবর মিশরের কায়রোতে অনুষ্ঠিত এশিয়া আফ্রিকা লুমিনারি কনফারেন্সে প্রথম বাংলাদেশি চিকিৎসক হিসেবে ডা. উম্মে নাঈমা “মার্ক হাইপারটেনশন এওয়ার্ড ২০১৭” বিজয়ী ঘোষিত হন। বিশ্বের প্রায় ৫০টি দেশের ৪৫০ জন চিকিৎসক, গবেষক, অধ্যাপক, শিক্ষাবিদ, আফ্রিকার বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও স্বাস্থ্য মন্ত্রীর উপস্থিতিতে ডা. উম্মে নাঈমা পুরষ্কার হিসেবে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের এক বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার মেডিসিন’ কোর্সের জন্য মনোনীত হন। ডা. উম্মে নাঈমা এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুরে শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।
তিনি দিনাজপুর মেডিকেল কলেজের ২০ তম ব্যাচের ছাত্রী।

এশিয়া আফ্রিকা লুমিনারি কনফারেন্সে বংগবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান ‘মার্ক ক্যাপাসিটি এডভান্সমেন্ট প্রোগ্রাম’ এ সম্মানিত প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন এবং তিনি সহ স্বাধীনতা পদ জয়ী কিংবদন্তি অধ্যাপক টি এ চৌধুরী, ইবরাহিম মেডিকেল কলেজের
সহযোগী অধ্যাপক ডা মাসুদা মোহসেনা মার্ক ফাউন্ডেশন এর উপদেষ্টা পরিষদের মিটিংয়ে যোগদানের জন্য আমন্ত্রিত হন। বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা জগলুল হায়দার খান, এবং মাইক্রোবায়োলজিস্ট জনাব মো. ফরহাদ আলম যোগদান করেন। বংগবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান কনফারেন্সে মার্ক ফাউন্ডেশনের সিইও ডা. রাশা কেলেজের হাতে বাংলাদেশের পক্ষ থেকে উপহার তুলে দেন এবং বংগবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান।

মার্ক ফাউন্ডেশন পৃথিবীর অন্যতম বৃহত্তম ও প্রাচীন (প্রতিষ্ঠাকাল ১৬৬৮ সাল, জার্মানি) ফার্মাসিউটিক্যাল ও কেমিক্যাল কোম্পানীর মার্ক এর একটি উদ্যোগ। সারা পৃথিবীব্যাপী প্রায় ৫০টির অধিক বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে ক্যান্সার, বন্ধ্যাত, অসংক্রামক ব্যাধি যেমন উচ্চরক্তচাপ, ডায়াবেটিস এবং থাইরয়েড এর অসুখ নিয়ে কাজ করে আসছে মার্ক ফাউন্ডেশন। এটি মার্কের চতুর্থ এশিয়া আফ্রিকা লুমিনারি কনফারেন্স এবং দ্বিতীয়বারের মত হাইপারটেনশন এন্ড ডায়াবেটিস এওয়ার্ড। গত বছর বিশ্বের ৩৫ টি বিশ্ববিদ্যালয়েরপ প্রায় ৩০০ এর অধিক চিকিৎসক এ সম্মানজনক এওয়ার্ড এর জন্য প্রতিযোগিতায় অংশ নেয়। বাংলাদেশ থেকে এবারই প্রথম চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা অংশ নেয়।

এ এওয়ার্ড এ অংশগ্রহণের জন্য চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী উদ্যোগ ‘প্ল্যাটফর্ম’ এর আয়োজনে গত ২৪ জুলাই একটি সায়েন্টিফিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান ডিনেট এর কার্যালয়ে। উক্ত ওয়ার্কশপে সহযোগী অধ্যাপক ও পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ডা দীপক মিত্র, সহকারী অধ্যাপক ও প্রজেক্ট ডিরেক্টর আপনজন, ডা আকতারুজ্জামান সেশন পরিচালনা করেন। এছাড়া কানাডা প্রবাসী বাংলাদেশি গবেষক ডা সব্যসাচী, আইসিডিডিআর,বিতে কর্মরত ডা হাসনাত সুজন এবং প্ল্যাটফর্ম রিসার্চ উইংয়ের কো অর্ডিনেটর ডা জুবায়ের মুমিন ওয়ার্কশপ পরিচালনা করেন। মার্ক হাইপারটেনশন এওয়ার্ড ২০১৮ এর জন্য আগামী ডিসেম্বর মাসে প্ল্যাটফর্ম বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে অনুরূপ ওয়ার্কশপ আয়োজন করতে যাচ্ছে, আগ্রহীদের প্ল্যাটফর্ম রিসার্চ উইং এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট: ডা. মোহিব নীরব। ল

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com
Related Post