X

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কোভিড-১৯ এ আক্রান্ত তরুণীর সফলভাবে ফুসফুস প্রতিস্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, ৪ ই আগস্ট, ২০২০, মঙ্গলবার
করোনা ভাইরাসে সারাবিশ্বের সবাই যখন মৃত্যুর সাথে লড়াই করছে, ঠিক তখনি গত ৫ ই জুন (শুক্রবার) প্রথমবারের মত মায়রা রামিরেজ নামে এক কোভিড-১৯ রোগীর সফলভাবে দুটি ফুসফুস প্রতিস্থাপন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ম্যামোরিয়াল হাসপাতালের চিকিৎসকগণ।

ছবিঃ মায়রা রামিরেজের সাথে ট্রান্সপ্ল্যান্ট টিম

মায়রা রামিরেজ গত ২৬ শে এপ্রিল, ২০২০ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে নর্থওয়েস্টার্ন ম্যামোরিয়াল হাসপাতালের ইমার্জেন্সীতে ভর্তি হন। এরপর দীর্ঘ ৬ সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি অবচেতন অবস্থায় ছিলেন। পরে তার ফুসফুস অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পরে এবং ৫ জুন তার ২ টি ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছে।

ছবিঃ অপারেশন থিয়েটারে ট্রান্সপ্ল্যান্ট টিমের সাথে মায়রা

দীর্ঘ ১০ ঘণ্টার এই সার্জারি সফলভাবে সম্পন্ন করেন ডা. অঙ্কিত ভরত এবং তার টিম। সার্জারির সময় ট্রান্সপ্ল্যান্ট টিমটি লক্ষ্য করে যে, ভাইয়াসটি তার ফুসফুসে পনিরের মতো ছিদ্র তৈরি করেছে।

ছবিঃ পনিরের মতো ছিদ্র বিশিষ্ট ফুসফুস

অবশেষে ফুসফুস প্রতিস্থাপনের মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় মায়রা রামিরেজ মিডিয়াকে  বলেন,

“আমি আমার স্কার মার্কগুলো দেখাতে চাই। মানুষ দেখুক কি করতে পারে এই করোনা ভাইরাস!”

এছাড়াও তিনি ট্রান্সপ্ল্যান্ট টিমকে ধন্যবাদ জানান।

ছবিঃ মায়রা রামিরেজের ফুসফুস প্রতিস্থাপনের দাগ

ডা. অঙ্কিত ভরত বলেন,

“ইহা একটি দৃষ্টান্তমূলক পরিবর্তন। ফুসফুসের প্রতিস্থাপনকে সংক্রামক রোগের চিকিৎসার বিকল্প হিসেবে এখনো বিবেচনা করা হয় নি, তাই জনসাধারণের জন্য এর আরামের মাত্রাটি আরও খানিকটা বাড়িয়ে নেওয়া দরকার।”

ছবিঃ ট্রান্সপ্ল্যান্ট টিমের সাথে মায়রা রামিরেজ এবং ব্রায়ান কুহন্স

বর্তমানে তিনি কোভিড-১৯ এ আক্রান্ত ৬২ বছর বয়সি ব্রায়ান কুহন্স-এর ক্ষেত্রে একই রকম ফুসফুস প্রতিস্থাপনের অপারেশন করেন।

সূত্রঃ সিজিটিএন

Sadia Kabir:
Related Post